শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সৌদি যাবেন না এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক

আগামী বছরই কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে পিএসজির। ক্লাবকে তিনি লিখিতভাবে জানিয়েও দিয়েছেন কোনোভাবেই পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না। অনেকের ধারণা, ফরাসি জায়ান্টের পর এমবাপ্পের নতুন ঠিকানা হতে পারে ইউরোপের সফল ক্লাব স্পেনের রিয়াল মাদ্রিদে। অবশ্য অনেক ক্লাবই তাঁকে নিতে আগ্রহী। এটাই স্বাভাবিক। এমবাপ্পের মতো উঁচুমানের খেলোয়াড় পাওয়া মানে দলের শক্তি বেড়ে যাওয়া। তবে পিএসজি টিম ম্যানেজমেন্ট তাঁকে ফ্রি ছাড়তে রাজি নয়। নতুন চুক্তি করে ফরাসি এই তারকাকে বিক্রি করতে চায়। পিএসজির এমন মনোভাবের পর আর তর সয়নি সৌদি আরবের ক্লাব আল হিলালের। তারা এমবাপ্পেকে ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়ে বসে। ক্লাবটির ধারণা ছিল, এমন প্রস্তাবে এমবাপ্পে রাজি হবেন। পিএসজিও খুশি হয়েছিল মোটা অঙ্কের কমিশন পাওয়া যাবে। একবার বিশ্বকাপ জেতা ও একবার রানার্সআপ হওয়া ফ্রান্সের এমবাপ্পে এমন প্রস্তাবে যা বলেছেন তা আল হিলাল কর্মকর্তাদের লজ্জায় ফেলে দিয়েছে। অবশ্য ফরাসি তারকা এমনটি বলবেন কেউ আশাও করেননি। আল হিলালের প্রস্তাবে প্রথম তিনি বলেন, ‘বছরের পর বছর সাইড বেঞ্চে বসে থাকব তবু আরব লিগে খেলব না।’ এরপর বলেন, ‘আমি তো আর ইচ্ছা করে নিজের সর্বনাশ ডেকে আনতে পারি না। দরকার হলে খেলা ছেড়ে দেব তবু আরব লিগে নয়।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর