শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

স্টার্কের ক্যারিশম্যাটিক বোলিং

ইংল্যান্ডের ব্যাটিং ধস

ক্রীড়া ডেস্ক

স্টার্কের ক্যারিশম্যাটিক বোলিং

অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্ট শুরু হয়েছে গতকাল। ওভাল টেস্টের প্রথম দিনেই বেশ বিপদে পড়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে নিজেদের প্রথম ইনিংসে ২৮৩ রানেই গুটিয়ে যায় ইংলিশরা। দিন শেষে অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে ১ উইকেট হারিয়ে ২৫ ওভারে করেছে ৬১ রান।

অ্যাশেজের প্রথম চার টেস্টে দুটি জয় করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড জয় করেছে একটি। ড্র একটি। ২০০১ সালের পর প্রথমবার ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ জয় করার মিশন নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। দারুণ সুযোগ আছে তাদের। গতকাল পঞ্চম টেস্টের প্রথম দিনেই ইংল্যান্ডের ব্যাটিং লাইনে আঘাত হেনেছে তারা। মিচেল স্টার্ক ৪ উইকেট শিকার করেছেন ৮২ রানে। এ ছাড়া জশ হ্যাজলউড ও টড মারফি ২টি করে এবং প্যাট কামিন্স ও মিচেল মার্শ ১টি করে উইকেট শিকার করেন। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করেন হ্যারি ব্রুক। এ ছাড়া ডেন ডাকেট ৪১, ক্রিস ওকস ৩৬, মইন আলি ৩৪, মার্ক উড ২৮ ও জ্যাক ক্রাউলি ২২ রান করেন। অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ৬১ রান করেছে ১ উইকেট হারিয়ে। ডেভিড ওয়ার্নার ২৪ রানে আউট হলেও উসমান খাজা ২৬ ও মারনাস লাবুশেন ২ রানে উইকেটে টিকে আছেন। ডেভিড ওয়ার্নারের উইকেটটি শিকার করেন ক্রিস ওকস। ওভাল টেস্ট ড্র করলেই দীর্ঘদিন পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জয় করবে অসিরা।

সর্বশেষ খবর