শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

২০২৪ টি-২০ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক

কিছুদিন আগেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছে আয়ারল্যান্ডের। তবে ২০২৪ টি-২০ বিশ্বকাপের টিকিট ঠিকই নিশ্চিত করে ফেলল আইরিশরা। ইউরোপিয়ান বাছাইপর্বে তারা দুইয়ে রয়েছে। আগামী বছর টি-২০ বিশ্বকাপের আয়োজন যৌথভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। এ আসরে অংশগ্রহণ করবে মোট ২০টি দল। এর মধ্যে ১২ দল আগেই নিশ্চিত হয়ে গেছে। দুই আয়োজকের সঙ্গে ২০২২ বিশ্বকাপের শীর্ষ আট দল। এ ছাড়া র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ ও আফগানিস্তান সুযোগ পেয়েছে। পাঁচটি আঞ্চলিক বাছাই থেকে চূড়ান্তপর্বে সুযোগ পাবে বাকি আট দল। গতকাল জার্মানির বিরুদ্ধে খেলা ছিল আয়ারল্যান্ডের। স্কটল্যান্ডের এডিনবরায় ম্যাচটি হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি কোনো বল। পয়েন্ট ভাগাভাগি হওয়ায় আইরিশদের দুই থাকা নিশ্চিত হয়ে যায়। তাই এক ম্যাচ আগেই বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলার টিকিট পেয়ে গেল আয়ারল্যান্ড। ৪ ম্যাচে ৮ পয়েন্ট স্কটল্যান্ডও প্রায় নিশ্চিত করে ফেলেছে বিশ্বকাপ। আজ এই দুই দল নিজেদের মধ্যে মুখোমুখি হবে। ইউরোপীয় বাছাইপর্বের চূড়ান্ত আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড ছাড়াও খেলছে জার্মানি, ইতালি, ডেনমার্ক, অস্ট্রিয়া ও জার্সি।

সর্বশেষ খবর