শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বেকহ্যামের পার্টিতে মেসি

ক্রীড়া ডেস্ক

বেকহ্যামের পার্টিতে মেসি

ইন্টার মায়ামিতে অভিষেকেই বাজিমাত করে দিয়েছেন লিওনেল মেসি। শেষ মিনিটে জাদুকরী ফ্রি-কিক থেকে গোল করে দারুণ এক জয় উপহার দিয়েছেন দলকে। নিজের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টাইন তারকা আরও উজ্জ্বল। একাই দুই গোল করেছেন এবং একটি অ্যাসিস্ট করেছেন। আটলান্টার বিরুদ্ধে মায়ামি জিতেছে ৪-০ গোলের ব্যবধানে।

এরপর মেসিকে ডিনার পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলেন মায়ামির কর্ণধার ডেভিড বেকহ্যাম। পার্টিতে মেসি ও বেকহ্যামের পরিবার ছাড়াও ছিলেন সস্ত্রীক সার্জিও বুসকেটসও।

মেসি জানালেন কেন সৌদি আরবের বিশাল অঙ্কের অফার এবং বার্সেলোনায় ফেরার সুযোগ সত্ত্বেও তিনি আমেরিকার ফুটবলকে বেছে নিয়েছেন! তার ভাষ্য, ‘আমি জীবনকে আরও ভালোভাবে উপভোগ করতে চাই। তাই বলে ফুটবলের প্রতি আমার দায়িত্ববোধের কথাও ভুলব না। আমার মধ্যে জয়েরও তীব্র আকাক্সক্ষা আছে। নিজের কাজটা সব সময় সুচারুভাবে করতে চাই। আমি একটা ধীর-স্থির শান্ত পরিবেশ চেয়েছিলাম।’

ডেভিড বেকহ্যাম বলেন, ‘সবাইকে পরাজিত করে আমরা ফুটবলের সর্বকালের সেরা ফুটবলারকে আমাদের দলে খেলার জন্য এনেছি। এটাই চেয়েছিলাম।’

মেসিকে দলে নেওয়ার বিষয়টি এখনো বেকহ্যামের কাছে স্বপ্নের মতো মনে হয়। সাবেক এই ইংলিশ সুপারস্টার বলেন, ‘আমি প্রতিদিন সকাল সাড়ে ৭টায় এখানে আসি এবং মেসিকে দেখতে থাকি, আর মনে মনে ভাবি এটা কী সত্যি!’

মেসি যখন ফোন করে ইন্টার মায়ামিতে খেলার বিষয়টি নিশ্চিত করেন ওই মুহূর্তটির কথা বলতে গিয়ে বেকহ্যাম জানান, ‘মেসি যখন মায়ামিতে আসার বিষয়টি নিশ্চিত করে তখন মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। ওই ফোনের পর আমার মতো একই অবস্থা হয়েছিল মায়ামির অন্য মালিকদেরও। সত্যিই সেটা ছিল অন্যরকম এক মুহূর্ত।’

ডিনার পার্টিতে বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামের সঙ্গে মেসির সহধর্মিণী আন্তোনেলা রোকোজ্জোরও খাতির জমে ওঠে।

মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর তার সাবেক সতীর্থ (বার্সেলোনা) বুসকেটস এবং জর্দি আলবাও যোগ দিয়েছেন। তার আগের বন্ধু লুইস সুয়ারেজও মায়ামির হয়ে খেলার জন্য উন্মুখ হয়ে আছেন। উরুগুইয়ান তারকা এখন ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে খেলছেন। যদিও মৌসুমের মাঝপথে ব্রাজিলের ক্লাব তাকে ছাড়তে নারাজ।

মেসিকে ঘিরে ইন্টার মায়ামিতে চাঁদের হাট বসছে। শুধু তাই নয়, আমেরিকার ফুটবলেও জোয়ারটা লেগেছে ভালোভাবেই। এক মেসির জন্য এখন মেজর লিগ সকারের বাজারও বেড়ে গেছে।

সর্বশেষ খবর