শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ডেনমার্ককে হারিয়ে নকআউটের পথে ইংল্যান্ড

ডেনমার্ককে হারিয়ে নকআউটের পথে ইংল্যান্ড

ফিফা নারী বিশ্বকাপে নকআউটের পথে ইংল্যান্ড। ডি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা ডেনমার্ককে ১-০ গোলে হারিয়েছে। ইংল্যান্ডের পক্ষে জয়সূচক গোলটি করেন লরেন জেমস। এ জয়ে ডি গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে ইংলিশ মেয়েরা। সমান ম্যাচে তিন পয়েন্ট করে সংগ্রহ করেছে ডেনমার্ক ও চীন। দুই দলের পয়েন্ট ও গোল ব্যবধান সমান হলেও হেড টু হেড পয়েন্টে ডেনমার্ক এগিয়ে থাকায় দুই নম্বরে অবস্থান করছে।

চীনা মেয়েরা তিন নম্বরে আছে। তারা গতকাল ১-০ গোলে হারিয়েছে হাইতিকে। চীনের পক্ষে ম্যাচের ৭৪ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন ওয়াঙ সুয়াঙ। শেষ ম্যাচে চীন মুখোমুখি হবে ইংল্যান্ডের। অন্যদিকে ডেনমার্ক খেলবে হাইতির সঙ্গে। প্রথম ম্যাচে ইংল্যান্ড হাইতিকে ১-০ গোলে হারায়। চীনের বিপক্ষেও ফেবারিট হিসেবেই খেলবে ইংলিশরা। তবে চীন জিতে গেলে বিপদেই পড়বে ইংল্যান্ড। ডেনমার্ক হাইতির বিপক্ষে জিতলে গোল ব্যবধানই হয়ে উঠবে নির্ণায়ক। গতকাল নারী বিশ্বকাপে জি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনার মেয়েরা। এ গ্রুপের তলানিতে অবস্থান করছে আর্জেন্টিনা। সুইডেন ও ইতালি একটি করে ম্যাচ জিতে শীর্ষ দুই স্থান দখলে রেখেছে।

 

সর্বশেষ খবর