মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ব্রডের বিদায়ী ম্যাচে ইংল্যান্ডের নাটকীয় জয়

ক্রীড়া ডেস্ক

ব্রডের বিদায়ী ম্যাচে ইংল্যান্ডের নাটকীয় জয়

টেস্ট ক্রিকেটে ১৪৬ বছরের ইতিহাসে খুব কম বোলারই ৬০০ উইকেটের মাইলফলক পাড়ি দিয়েছেন। পেসারদের ক্ষেত্রে এ মাইলফলক স্পর্শ করা ছিল আরও বেশি কঠিন। সেই কঠিন কাজটাই করে দেখিয়েছেন দুই ইংলিশ পেসার। জেমস অ্যান্ডারসন (৬৯০ উইকেট) এবং স্টুয়ার্ট ব্রড (৬০৪ উইকেট)। অ্যান্ডারসন এখনো অবসর নিয়ে তেমন কিছু ভাবেননি। তবে স্টুয়ার্ট ব্রড বিদায় বলে দিয়েছেন। তার বিদায়ী ম্যাচে গতকাল নাটকীয় এক জয়ই পেল ইংল্যান্ড। অ্যাশেজ সিরিজের পঞ্চম ম্যাচের পঞ্চম দিনে বৃষ্টিভেজা উইকেটে মাত্র ৭০ রানের ব্যবধানে সাতটি উইকেট শিকার করে ইংল্যান্ড ৪৯ রানের জয় তুলে নেয়। ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৮৩ রান করলে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে করে ২৯৫ রান। এরপর ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে করে ৩৯৫ রান। ৩৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৩৩৪ রানে। পঞ্চম দিনে বৃষ্টি এসে খেলা বন্ধ করে দেয়। বৃষ্টির পূর্ব পর্যন্ত খেলা অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণেই ছিল। তবে বৃষ্টির পর খেলা শুরু হতেই উইকেট শিকার করে নেয় ইংলিশ বোলাররা। ক্রিস ওকস চারটি, মঈন আলী তিনটি ও স্টুয়ার্ট ব্রড দুটি উইকেট শিকার করেন। ম্যাচসেরার পুরস্কার পান ক্রিস ওকস। এ ম্যাচ জিতে সিরিজ ২-২ সমতায় শেষ করল ইংল্যান্ড। অন্তত সিরিজ হারানোর লজ্জা থেকে বাঁচল তারা। সিরিজসেরা হন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।

সর্বশেষ খবর