মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ফুটবলে নতুন মৌসুমের দলবদল শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

গেল ঘরোয়া ফুটবলের মৌসুম শেষ হয়েছে বেশি দিন হয়নি। অথচ এর মধ্যে নতুন মৌসুমের দলবদলের তারিখ নির্ধারিত হয়ে গেল। গতকাল বাফুফে ভবনে বসেছিল লিগ কমিটির জরুরি সভা। সেখানে গেল পেশাদার লিগের পয়েন্ট টেবিলের অনুমোদন ছাড়াও নতুন মৌসুমের কর্মসূচিও ঠিক করা হয়। বাফুফে সহসভাপতি ও লিগ কমিটির প্রধান আতাউর রহমান ভূঁইয়া মানিকের সভাপতিত্বে সিদ্ধান্ত হয়, আজ থেকে শুরু হবে নতুন মৌসুমে খেলোয়াড়দের রেজিস্ট্রেশন। দল বদল শেষ হবে ১৮ অক্টোবর।

 

 

সর্বশেষ খবর