মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

২০১৯ নারী বিশ্বকাপে গোল্ডেন বুট জেতেন মেগান র‌্যাপিনো

ফিফা নারী বিশ্বকাপে ২০১৯ সালে গোল্ডেন বুট জয় করেন যুক্তরাষ্ট্রের মেগান র‌্যাপিনো। তিনি মোট ৪২৮ মিনিট খেলে ৬টি গোল করার পাশাপাশি ৩টি গোলে অ্যাসিস্টও করেন। শেষ ষোলোর লড়াইয়ে স্পেনের বিপক্ষে ২টি, কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২টি, ফাইনালে একটি এবং গ্রুপ পর্বে থাইল্যান্ডের বিপক্ষে একটি গোল করেন তিনি। ৬টি গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্ট করেন অ্যালেক্স মরগ্যানও। তবে তিনি ৪৯০ মিনিট খেলায় সিলভার বুট পান।

সর্বশেষ খবর