বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

হাফ সেঞ্চুরির ইনিংস খেলে সারেকে জেতালেন লিটন

ক্রীড়া প্রতিবেদক

হাফ সেঞ্চুরির ইনিংস খেলে সারেকে জেতালেন লিটন

রান পাচ্ছিলেন। কিন্তু ইনিংসগুলো বড় করতে পারছিলেন না। অবশেষে বড় ইনিংস খেললেন লিটন দাস। তার হাফ সেঞ্চুরির ইনিংসে কানাডার গ্লোবাল টি-২০ লিগে ৬ উইকেটে বড় জয় পেয়েছে সারে জাগুয়ার্স। লিটনের ৪৫ বলে ৩টি করে চার ও ছক্কায় ৫৯ রানের ইনিংসে সারে হারিয়েছে ব্রাম্পটন উলভসকে। যদিও লিটনের শুরুটা ছিল ধীরলয়ে। প্রথম রান নেন ৬ বল খেলে। এরপর নিজেকে মেলে ধরেন। প্রথমে ব্রাম্পটন ২০ ওভারে ৬ উইকেটে ১২৮ রান করে। সর্বোচ্চ ৩৪ রান করেন ব্রাম্পটনের নিউজিল্যান্ডের ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম। লিটনের ঝড়ো ইনিংসে ১৮.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছায় সারে। গ্লোবাল টি-২০ লিগে লিটনের সঙ্গে খেলেছেন সাকিব আল হাসান। যদিও সাকিব এখন খেলছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল টাইটান্সের পক্ষে। লিটনের সঙ্গে একই দলে খেলার কথা ছিল আফিফ হোসেন ধ্রুবর। ক্রিকেট বোর্ডের অনাপত্তি পাওয়ার পরও ভিসা জটিলতায় যেতে পারেননি কানাডায়। গত রবিবার বিকালে ঢাকা ছেড়ে কানাডা যাওয়ার কথা ছিল তার। কিন্তু যাওয়া হয়নি। ফলে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন আফিফ। মেডিকেল চেকআপও করিয়েছেন। স্পিন অলরাউন্ডারের গ্লোবাল টি-২০ লিগ খেলতে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস, ‘আফিফকে আমরা সময়মতো অনাপত্তিপত্র দিয়েছিলাম। কিন্তু ওর ভিসাবিষয়ক কিছু সমস্যা হয়েছে। বিসিবিতে ওকে দেখে আমি নিজেও অবাক হয়েছি! পরে ও জানাল, ভিসা নিয়ে একটু সমস্যা হয়েছে। তাই সিদ্ধান্ত নিয়েছে কানাডা না যাওয়ার। এখন ও জাতীয় দলের ক্যাম্পেই থাকবে।’ ৩১ জুলাই এশিয়া কাপ ও বিশ্বকাপের ফিটনেস ক্যাম্প শুরু হয়। মঙ্গলবার বিসিবিতে মেডিকেল চেকআপ করিয়েছেন ২৩ বছর বয়সী আফিফ। আজ ইয়ো ইয়ো টেস্ট দেওয়ার কথা তার। গ্লোবাল টি-২০ টুর্নামেন্টের ফাইনাল ৬ আগস্ট। টুর্নামেন্ট শেষ করে লিটন যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে।

 

সর্বশেষ খবর