বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

আবাহনীর সোহেল রানা বসুন্ধরা কিংসে

ক্রীড়া প্রতিবেদক

আবাহনীর সোহেল রানা বসুন্ধরা কিংসে

২০২৩-২৪ ঘরোয়া ফুটবল মৌসুমে দলবদল শুরু হয়েছে গতকাল। ১৮ অক্টোবর তা শেষ হবে। এবারে দ্রুত দলবদল শুরুর মূল কারণ ছিল বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী। অথচ তা কাজে আসবে না দুই দলেরই। কেননা, কিংস চেয়েছিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেজিস্ট্রেশন করে বিদেশি ফুটবলার নামাতে। এএফসির নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন্স লিগে ছয়জন করে বিদেশি সেরা একাদশে রাখা যায়। এজন্য কিংস বা আবাহনীর দাবি ছিল লিগ শেষ হওয়ার পরপরই দলবদলের। রবিবার ছিল এএফসিতে নাম পাঠানোর শেষ দিন। এখন যত নামকরা বিদেশি কিংসে নাম লেখান কেন, তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন না। একই অবস্থা এএফসি কাপে আবাহনীরও। তবু দলবদলের গুরুত্ব ঠিকই থাকবে। বিশেষ করে স্থানীয়দের নিয়ে উত্তেজনা থাকবেই।

ইতিহাস গড়া টানা চারবার লিগজয়ী বসুন্ধরা কিংস এবারও সেরা দল গড়েছে। গতবারের নজরকাড়াদের ধরে রাখার পাশাপাশি নতুনরাও যোগ দিচ্ছেন চ্যাম্পিয়ন শিবিরে। জাতীয় দলে খেলা ঢাকা আবাহনীর মিডফিল্ডার মো. সোহেল রানাকে নতুন মৌসুমে কিংসে দেখা যাবে। আরেক মিডফিল্ডার সোহেল রানার সঙ্গে এবার জুটি বাঁধবেন তিনি। দুই সোহেল রানা থাকায় কিংসের মধ্যমাঠ আরও শক্তিশালী হবে। ফটিসের মুজিবুর রহমান জনির জাতীয় দলে অভিষেক হয় কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। তারই দেওয়া গোলে বাংলাদেশ জয়লাভ করে। সেই জনি যোগ দিচ্ছেন কিংসে। একই দলের রফিকুলও আছেন। শেখ রাসেল ক্রীড়া চক্রের মো. ইব্রাহিমও ফিরছেন কিংসে। তরুণ ডিফেন্ডার জাহিদ হোসেন মোহামেডান ছেড়ে যোগ দিয়েছেন কিংসে। আবাহনী থেকে সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম চলে গেলেও খুব যে বিপদে পড়বে তা-ও না। তরুণদের নিয়ে ক্ষতি পুষিয়ে নেবে। ফাহিম যাচ্ছেন শেখ জামাল ধানমন্ডিতে।

সর্বশেষ খবর