শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

পাপন-তামিম রুদ্ধদ্বার বৈঠক

এশিয়া কাপ খেলবেন না তামিম

ক্রীড়া প্রতিবেদক

পাপন-তামিম রুদ্ধদ্বার বৈঠক

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসবেন তামিম ইকবাল- গতকাল দিনভর ক্রীড়াঙ্গনের ‘টপ অফ দ্যা টপিক্স’ ছিল। কিন্তু কোথায় বসবেন, মিডিয়া কর্মীরা কেউ জানতেন না। নানা জায়গায় যোগাযোগ করতে শুরু করেন মিডিয়া কর্মীরা। সন্ধ্যার আগে বিসিবি থেকে জানানো হয়, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় রাত ৮টায় মিডিয়ার মুখোমুখিতে কথা বলবেন দুজন। সবাই ছুটে যান গুলশানে বিসিবি সভাপতির বাসায়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম আসেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তামিম আসেন ৭টা ৪৩ মিনিটে এবং বিসিবি সভাপতি আসেন সোয়া ৮টায়। এরপর তিনজনে একসঙ্গে ঘণ্টা খানেক রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠক শেষে মিডিয়ার মুখোমুখিতে দেশকে ৩৭ ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া তামিম ঘোষণা দেন অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দেওয়ার। শুধু তাই নয়, শতভাগ ফিট হিসেবে ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোড় বাঁ হাতি ওপেনার জানান, তিনি এশিয়া কাপ খেলবেন না। নেতৃত্ব ছাড়ার পেছনে ইনজুরির কথা বলেন, ‘ইনজুরি একটা ইস্যু। আমি ইনজেকশন দিয়ে এসেছি। কিন্তু ইনজেকশন অনেকটাই হিট অ্যান্ড মিসের মতো। আমার কাছে মনে হয়, দলের জন্য সবসময়ই একটা কথা বলে এসেছি, সবকিছুর ওপরে সবসময়ই দলের কথাই ভাবি। আমার মনে হয়, দলের কথা চিন্তা করে আমার সরে যাওয়াটাই হবে সবচেয়ে ভালো।’

তামিম যখন গাড়িতে বিসিবি সভাপতির বাড়িতে আসেন, তখন তাকে ভীষণ বিমর্ষ দেখাচ্ছিল। উপস্থিত জনেরা বুঝতে পেরেছিলেন, সিরিয়াস কোনো সিদ্ধান্ত নেবেন তিনি। অনেকেই ধারণা করছিলেন, এশিয়া কাপ তিনি নাও খেলতে পারেন। ঘণ্টাখানেক পর সবাইকে অবাক করে নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। যখন তিনি ঘোষণা দেন, তখন দেশকে ২১ জয় উপহার দেওয়া তামিমকে মনমরা দেখাচ্ছিল। তামিমের সরে দাঁড়ানোয় এখন নেতৃত্বশূন্য টাইগাররা। কে হবেন নতুন অধিনায়ক? তালিকায় রয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। তামিমের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন। যিনি ৫ ম্যাচে জয় পেয়েছেন ৩টি। সাকিব ৫০ ম্যাচ নেতৃত্ব দিয়ে জয় উপহার দিয়েছেন ২৩টি।

সর্বশেষ খবর