শিরোনাম
শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মেসি আসতেই ইন্টার মায়ামি বড় ক্লাব

কিংবদন্তি পেলে সেখানে গিয়ে দারুণ আলোড়ন তুলেছিলেন। এরপর অনেক নামি-দামি তারকারা সেখানে খেলেছেন। তবে মেসি সেখানে গিয়ে যেন এক ফুটবল বিপ্লবই করে ফেললেন!

ক্রীড়া ডেস্ক

মেসি আসতেই ইন্টার মায়ামি বড় ক্লাব

ইন্টার মায়ামি একেবারেই নতুন ক্লাব। মেজর লিগ সকারে মোটে তিনটা মৌসুম খেলেছে তারা। এর মধ্যে সেরা ফল ছিল ইস্টার্ন কনফারেন্সে ষষ্ঠ হওয়া। লিগের হিসেবে তাদের সেরা অর্জন ১২ নম্বর স্থানে থাকা। এলএ গ্যালাক্সি কিংবা ডিসি ইউনাইটেডের মতো অতটা সুনাম এতদিন অর্জন করতে পারেনি দলটা। তবে একটা ঘটনাই সবকিছু বদলে দিল। লিওনেল মেসির গায়ে ইন্টার মায়ামির জার্সি উঠতে যাচ্ছে, এ খবর চারদিকে ছড়িয়ে পড়তেই রাতারাতি সব বদলে গেল। ইন্টার মায়ামি এক বড় লাফে সবাইকে ছাড়িয়ে গেল। ফুটবলপ্রেমীরা হুমড়ি খেয়ে পড়ল এ ক্লাবের জার্সি কিনতে। ইন্টার মায়ামির ম্যাচ টিকিটের দাম আকাশ ছুঁলেও ভক্তদের আগ্রহে কমতি নেই। ম্যাচের সূচি প্রকাশ হলে মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে সব টিকিট।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসিই এখন আমেরিকায় আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর তিনি মাঠে নেমে দর্শকদের মুগ্ধও করে যাচ্ছেন নিয়মিত। এরই মধ্যে তিনটি ম্যাচ খেলেছেন মেসি। ইন্টার মায়ামির জার্সিতে খেলা এ তিন ম্যাচেই করেছেন ৫ গোল। দুই দিন আগেও জোড়া গোল করেছেন তিনি। মেসিকে এমন করে খেলতে দেখে দর্শকদের মুগ্ধতা কেবল বেড়েই চলেছে। প্রতিপক্ষ এখন বেশ শ্রদ্ধার চোখে দেখে ইন্টার মায়ামিকে। তাদের ফেবারিট মেনেই লড়াইয়ে নামে। অনেকে আবার মেসির প্রতিপক্ষ হিসেবে খেলতে পারাকেই বড় সৌভাগ্য মানছেন। এসবের পাশাপাশি বেড়ে চলেছে ইন্টার মায়ামির সমর্থকের সংখ্যাও। এ ক্লাবের জার্সি বিক্রি বেড়ে গেছে ২৫ গুণ। মূল্য বাড়িয়ে দিলেও জার্সি ক্রয়ের জন্য দীর্ঘ লাইন পড়ে গেছে। বর্তমানে মেসির ইন্টার মায়ামি জার্সি অর্ডার করলে তা পাওয়া যাচ্ছে অক্টোবরে। তাতেও আক্ষেপ নেই ক্রেতাদের। তাদের জার্সি চাই। মেসিতে এমনভাবেই মজেছে আমেরিকানরা।

যুক্তরাষ্ট্রের ফুটবলে অনেকেই খেলেছেন। কিংবদন্তি পেলে সেখানে গিয়ে দারুণ আলোড়ন তুলেছিলেন। এরপর অনেক নামি-দামি তারকারা সেখানে খেলেছেন। তবে মেসি সেখানে গিয়ে যেন এক ফুটবল বিপ্লবই করে ফেললেন!

সর্বশেষ খবর