শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

কোহলিদের কোচ ফ্লাওয়ার

বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কখনোই শিরোপা জেতেনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। সেরা সাফল্য ৩ বার রানার্সআপ। শেষবার রানার্সআপ হয়েছিল ২০১৬ সালে। অথচ দলটি প্রতি বছর বড় বাজেটের দল গড়েছে। আসন্ন মৌসুমে চ্যাম্পিয়ন হতে বেঙ্গালুরুর টিম ম্যানেজমেন্ট হেড কোচ হিসেবে দায়িত্ব তুলে দিয়েছে জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ৫৫ বছর বয়সী অ্যান্ডি ফ্লাওয়ারের হাতে। ফ্লাওয়ার আবার সফল একজন কোচ। তিনি ইংল্যান্ডের হেড কোচ ছিলেন।

তার আগে বেঙ্গালুরুর কোচ ছিলেন নিউজিল্যান্ডের মাইক হেসন ও ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার। দলটিতে কোহলির বাইরে রয়েছেন ফাপ ডু প্লেসির মতো ক্রিকেটার। ফ্লাওয়ার এর আগে লক্ষেœৗ সুপার জায়ান্টসকে কোচিং করিয়েছেন। জিম্বাবুয়ের সর্বকালের সেরা ব্যাটসম্যান ফ্লাওয়ারের কোচিংয়ে ২০১০ সালে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার্সআপ হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর