শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ভারত ও উইন্ডিজকে জরিমানা

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথম টি-২০ ম্যাচ জিততে ৮ বলে ১২ রান দরকার ছিল ভারতের। কিন্তু জিততে পারেননি হার্দিক পান্ডিয়ারা। হেরে গেছেন ৪ রানে। ৪ রানে জিতে ৫ ম্যাচ টি-২০ সিরিজে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটিতে স্লো ওভার রেটের জন্য দুই দলকে জরিমানা গুনতে হয়েছে। নির্ধারিত সময় থেকে এক ওভার পিছিয়ে ছিল; ভারতকে নিয়ম অনুযায়ী ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা গুনতে হবে। দুই ওভার পিছিয়ে থাকায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে গুনতে হবে ১০ শতাংশ। স্লো ওভার রেটের বিষয়টি দুই দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও রোভম্যান পাওয়েল স্বীকার করায় শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান।

অধিনায়ক পাওয়েল সর্বোচ্চ ৪৮ রান করেন ৩২ বলে। বাঁহাতি ব্যাটার নিকোলাস পুরান ৪১ রান করেন ৩৪ বলে। জবাবে ভারতের ইনিংস থেমে যায় ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রানে। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন তিলক ভার্মা। সূর্যকুমার যাদব ২১ বলে ২১ রান করেন। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের ভেন্যু গায়ানা। চতুর্থ ও পঞ্চম ম্যাচের ভেন্যু মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর