রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নেতৃত্বের দৌড়ে সাকিবই এগিয়ে

ক্রীড়া প্রতিবেদক

বিসিবি পরিচালকরা ভীষণ ব্যস্ত। টিম ম্যানেজমেন্টও ব্যস্ত। ক্রিকেট বোর্ড কর্তারা ব্যস্ত নতুন অধিনায়কের সন্ধানে। টিম ম্যানেজমেন্ট ব্যস্ত এশিয়া কাপে তামিমের অনুপস্থিতিতে একজন ওপেনার খুঁজতে। গত বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং বিসিবি পরিচালক ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বৈঠক করে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম ইকবাল। শুধু তাই নয়, ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘ করতে এবং বিশ্বকাপ ক্রিকেট খেলার পরিকল্পনায় এশিয়া কাপ থেকে সরিয়ে নেন নিজেকে। তামিমের হঠাৎ নেতৃত্ব ছাড়ার ঘোষণায় জোর ধাক্কা খেয়েছে বিসিবি, গতকাল মিডিয়ার মুখোমুখিতে জানিয়েছেন বিসিবি পরিচালক ডা. ইসমাইল হায়দার মল্লিক, ‘অধিনায়ক ঠিক করা নিয়ে বিসিবিতে কোনো অস্থিরতা নেই। তামিম অধিনায়কত্ব করবে না, এটা মাননীয় বোর্ড সভাপতিই বলেছেন, আমাদের জন্য এটা একটা ধাক্কা।’ বিসিবি ধাক্কা খেলেও একটা জটিল পরিস্থিতি থেকে পরিত্রাণ পেয়েছে নিশ্চিত। কারণ বিসিবিও নিশ্চিত হতে পারছিল না শতভাগ ফিট তামিমকে পাবে কি না। তামিমের সরে দাঁড়ানোয় অধিনায়কের রেসে অনেকের নাম উঠে এসেছে। তালিকায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত। সবাই বাংলাদেশ ক্রিকেট দলের সেরা পারফরমার। তারপরও পারফরম্যান্স এবং পূর্ব অভিজ্ঞতায় অন্য সবার চেয়ে এগিয়ে সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার টাইগারদের ৫০ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। শুধু তাই নয়, ২০১১ সালের বিশ্বকাপে টাইগারদের অধিনায়কও ছিলেন তিনি। বিসিবি পরিচালকদের অধিকাংশই চাইছেন বাংলাদেশের স্বপ্ন পূরণের বিশ্বকাপে যেন সাকিবই নেতৃত্ব দেন। অবশ্য লিটনও রয়েছেন রেসে।

দেশের অন্যতম সেরা ক্রিকেটার তামিম। নিঃসন্দেহে দেশসেরা ওপেনার। ২৪১ ওয়ানডে ক্যারিয়ারে দেশকে বহু জয় উপহার দিয়েছেন। দেশকে নেতৃত্ব দিয়েছেন ৩৭ ম্যাচে। তার নেতৃত্বে টাইগাররা ম্যাচ জিতেছে ২১টি। বিশ্বকাপে তাকে নেতৃত্বে রেখেই দল গোছানোর পরিকল্পনা করেছিল বিসিবি।

 

 

সর্বশেষ খবর