রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
আবদুল গাফফার

এমন পুরস্কার যোগ্যদেরই মানায়

এমন পুরস্কার যোগ্যদেরই মানায়

ক্রীড়াঙ্গনে সাদেক ভাইয়ের অবদান ভোলবার নয়। তিনি জাতীয় পুরস্কার আগেই পেয়েছেন। শেখ কামাল পুরস্কারটাও তাঁর প্রাপ্তি ছিল। আজীবন সম্মাননা যোগ্যদেরই মানায়। শেখ কামালের মৃত্যুর পর দল মাঠে নামবে এমন পরিবেশও ছিল না। সাদেক ভাইয়ের সাহসী পদক্ষেপে সব ভয়কে জয় করে আবাহনী এগোতে থাকে।

সর্বশেষ খবর