রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

এ স্বীকৃতি অনুপ্রাণিত করবে

আতহার আলী খান

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতহার আলী খান গত কয়েক দশক ধরে আন্তর্জাতিক ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। দেশে-বিদেশে অনেক আন্তর্জাতিক ম্যাচে ধারাবর্ণনা দিয়েছেন তিনি। ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেলেন তিনি। পুরস্কার নিয়ে আতহার আলী খান বলেন, ‘ক্রিকেট মাঠে যেমন লড়াই করেছি, তেমনি কমেন্ট্রি বক্সেও। এই স্বীকৃতি অন্যদের ধারাভাষ্যে আসার জন্য অনুপ্রাণিত করবে। তামিম ইকবালের মতো খেলোয়াড়রা ধারাভাষ্যে আসতে পারে।’

সর্বশেষ খবর