সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে হারিয়ে শেষ আটে সুইডেন

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে হারিয়ে শেষ আটে সুইডেন

ফিফা নারী বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সুইডেন। গতকাল মেলবোর্নে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে গোলশূন্য (০-০) ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পেয়েছে সুইডিশ মেয়েরা। ২০১৯ বিশ্বকাপের তারকা র‌্যাপিনো টাইব্রেকারে পেনাল্টি মিস করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের স্মিথ এবং ও’হারা পেনাল্টি মিস করেন। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডসও। তারা গতকাল সিডনি ফুটবল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে। নেদারল্যান্ডসের পক্ষে একটি করে গোল করেন জেমি রোর্ড এবং লিনেথ ফেবিয়েন। ২০১৯ সালের বিশ্বকাপে ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল যুক্তরাষ্ট্র। চলতি বিশ্বকাপেও তারাই ছিল শীর্ষ ফেবারিট। তবে শেষ ষোলোতে খেলেই বিদায় নিল দলটা। ১৯৯১ সালে শুরু হওয়া বিশ্বকাপে প্রতিবারই অন্তত সেমিফাইনাল খেলেছে যুক্তরাষ্ট্র। চারবার চ্যাম্পিয়ন হয়েছে। একবার রানার্সআপ হয়েছে। তৃতীয় হয়েছে তিনবার। প্রথমবার শেষ ষোলো খেলে বিদায় নিল দলটা। এবারের বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন দেখা যেতে পারে। সাবেক চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ছাড়াও নরওয়ে এবং জার্মানি বিদায় নিয়েছে। সাবেক চ্যাম্পিয়নদের মধ্যে টিকে আছে কেবল জাপান। কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে সুইডেনের। জাপান বিদায় নিলেই নিশ্চিত নতুন চ্যাম্পিয়ন পাবে মেয়েদের বিশ্বকাপ।

এদিকে আজ ফিফা নারী বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-নাইজেরিয়া এবং অস্ট্রেলিয়া-ডেনমার্ক। গ্রুপ পর্বে দারুণ খেলেছে নাইজেরিয়া। স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ৩-২ গোলে। ইংল্যান্ডও দুর্দান্ত খেলেছে। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে উঠেছে ইংলিশরা।

সর্বশেষ খবর