বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

গাম্পার ট্রফি বার্সেলোনার

ক্রীড়া ডেস্ক

গাম্পার ট্রফি বার্সেলোনার

ঘরের ট্রফি ঘরেই রেখে দিয়েছে বার্সেলোনা। জুয়ান গাম্পার ট্রফি-কাতালান ক্লাব বার্সেলোনার নিজেদের সৃষ্টি। প্রতিটি মৌসুম শুরুর আগে আয়োজিত হয় এই গাম্পার কাপ। এবারও শিরোপা ধরে রেখেছে কাতালান ক্লাবটি। ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন বার্সেলোনা ৪-২ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারকে। অথচ এক সময় ম্যাচে ২-১ গোলে এগিয়েছিল টটেনহ্যাম। লা লিগা চ্যাম্পিয়ন বার্সা ২০১২ সালের পর থেকে টানা ১১ বার জিতেছে ট্রফিটি। জাভি হার্নান্দেজের দল শিরোপা জিতেছে মূলত শেষ ১০ মিনিটের উজ্জ্বল পারফরম্যান্সে। এ জয়ের অন্যতম নায়ক ১৬ বছর বয়সী মামিনে ইয়ামালে। বার্সার ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার ইয়ামালে। সে ৮০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামার পরই বদলে যায় ম্যাচের গতিপথ। তিনি গোল পাননি। কিন্তু ক্যারিশম্যাটিক পারফরম্যান্সে দ্বিতীয় ও তৃতীয় গোলে বড় অবদান রেখেছেন। গত মৌসুমে মাত্র ১৫ বছর বয়সে লা লিগা খেলে চমকে দিয়েছিলেন সবাইকে। ম্যাচে বার্সা এগিয়ে যায় ৩ মিনিটে রবার্ট লেভানডোভস্কির গোলে। ২৪ ও ৩৬ মিনিটে দুই গোল করে টটেনহ্যামকে এগিয়ে নেন অলিভার স্কিপ। এরপর বার্সার জয়ের তিন নায়ক ফেরান তোরেস, আনসু ফাতিহ ও আবদে এজ্জালজুলি।

 

সর্বশেষ খবর