বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

এবার ঢাকায় আসছেন ডি মারিয়া!

ক্রীড়া ডেস্ক

এবার ঢাকায় আসছেন ডি মারিয়া!

কিছুদিন আগে ঢাকা ঘুরে গেলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এবার আসতে পারেন কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করা অ্যাঞ্জেল ডি মারিয়া। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে, আসন্ন দুর্গাপূজায় ডি মারিয়া কলকাতা সফরে আসবেন। এ সময় সংক্ষিপ্ত সময়ের জন্য ঢাকাও ঘুরে যেতে পারেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার এই তারকা। মার্টিনেজকে ঢাকায় এনেছিলেন কলকাতার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। ডি মারিয়াকে তিনিই কলকাতা আনার চেষ্টা করছেন। তাঁকেই ডি মারিয়া জানিয়েছেন কলকাতা গেলে কিছুক্ষণের জন্য হলেও যেন বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। বিশ্বকাপে আর্জেন্টিনাকে যেভাবে বাংলাদেশের জনগণ সমর্থন জানিয়েছে, তাতেই দেশটি দেখার আগ্রহ বেড়ে গেছে তাঁর।

সর্বশেষ খবর