শিরোনাম
শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আমিরাত যাচ্ছে কিংস

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আমিরাত যাচ্ছে কিংস

এশিয়ান ক্লাব ফুটবলের সেরা আসর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাচ্ছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা চারবারের শিরোপা জয়ীরা এশিয়ান মঞ্চে পা দিয়ে এক নতুন ইতিহাসই লিখতে যাচ্ছে। এর আগে এ টুর্নামেন্টে বাংলাদেশের কোনো ক্লাবই খেলতে পারেনি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আজই দেশ ছাড়ছে অস্কার ব্রুজোনের দল। ১৫ আগস্ট প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শারজাহর মুখোমুখি হবে বসুন্ধরা কিংস।

শারজাহ এক কঠিন প্রতিপক্ষ। স্থানীয় লিগে ছয়বারের চ্যাম্পিয়ন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে চারবার। সেরা ফল ২০০৪ সালে কোয়ার্টার ফাইনাল খেলা। ২০২১ সালেও শেষ ষোলোতে খেলেছে শারজাহ। এ ছাড়া এই দলে আছেন বসনিয়ার মিরালেম পিয়ানিচ এবং স্পেনের পাকো আলকাসের। দুজনই বার্সেলোনায় খেলেছেন এক সময়। পিয়ানিচ দীর্ঘদিন খেলেছেন জুভেন্টাসেও। তিনি ২০১৪ সালে বিশ্বকাপ খেলেছেন। গোলও করেছেন বসনিয়ার জার্সিতে। দুজনেরই ক্লাব ফুটবলে অনেক অর্জন রয়েছে। অনেক বড় বড় মঞ্চে খেলার অভিজ্ঞতাও অনেক। তবে বসুন্ধরা কিংস প্রতিপক্ষের শক্তিমত্তা নয়, নিজেদের ওপর আস্থা রেখেই মাঠে নামতে যাচ্ছে। গত কয়েক মৌসুম ধরেই বসুন্ধরা কিংস বাংলাদেশের ফুটবলে নিজেদের সেরা ক্লাব হিসেবে প্রমাণ করে চলেছে। আত্মপ্রকাশের পর থেকে আর পেছন ফিরে তাকায়নি দলটা। কেবল সামনের দিকেই এগিয়ে চলেছে। গত মৌসুমে এ ক্লাবের হয়ে স্থানীয় ফুটবলারদের পাশে খেলে মাঠ মাতিয়েছেন রবসন রবিনহো, মিগেল ফিগেইরা, ডরিয়েলটন ও গফুরভ। এবার যোগ হয়েছেন দিদিয়ের চার্লস, শকরুকবেক কলমাতভ ও ইউলদাশভ ববুরবেক। বসুন্ধরা কিংসের এই নতুন উজবেক ডিফেন্ডার ববুরবেক এর আগেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলেছেন। উজবেক সুপার লিগেও বেশ দাপুটে ফুটবল খেলেছেন তিনি। দলে আরও একজন অভিজ্ঞ ডিফেন্ডার পেয়ে উচ্ছ্বসিত বসুন্ধরা কিংস। বিশেষ করে এএফসি চ্যাম্পিয়ন্স খেলার অভিজ্ঞতা থাকায় তা বেশ কাজে দেবে। ১৫ আগস্ট প্রিলিমিনারি রাউন্ড পাড়ি দিতে পারলে বসুন্ধরা কিংস খেলবে ইরানি ক্লাব ট্রেক্টরের বিপক্ষে।

সর্বশেষ খবর