শিরোনাম
শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সেমিতে স্পেন সুইডেন

ক্রীড়া ডেস্ক

সেমিতে স্পেন সুইডেন

সুইডেনের মেয়েদের উল্লাস

ফিফা নারী বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়নের দেখা মিলবে এবার। ১৯৯১ সালে শুরু হওয়া এ বিশ্বকাপে এ পর্যন্ত চার দল চ্যাম্পিয়ন হয়েছে। যুক্তরাষ্ট্র (চারবার), জার্মানি (দুবার) এবং নরওয়ে ও জাপানের মেয়েরা একবার করে বিশ্বকাপ জয় করেছে। জার্মানি এবার গ্রুপ পর্ব খেলেই বিদায় নিয়েছে। যুক্তরাষ্ট্র ও নরওয়ে বিদায় নিয়েছে শেষ ষোলো থেকে। কোয়ার্টার ফাইনাল খেলে বিদায় নিল জাপানও। গতকাল ২০১১ সালের চ্যাম্পিয়নরা কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হেরেছে সুইডেনের কাছে। এর ফলে নারী বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন দেখবেন দর্শকরা। ফিফা নারী বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেনও। গতকাল তারা শেষ আটের লড়াইয়ে ২-১ গোলে হারিয়েছে গতবারের ফাইনালিস্ট নেদারল্যান্ডসকে। ওয়েলিংটনে খেলতে নেমে ম্যাচের ৮১ মিনিটে মারিয়া ফ্রান্সেসকার পেনাল্টি গোলে এগিয়ে যায় স্পেন। ম্যাচের যোগ করা সময়ে (৯০+১) স্টেফানির গোলে সমতায় ফেরে ডাচরা। অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায় ম্যাচ। সালমা সেলেস্টের ১১১ মিনিটের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করল স্প্যানিশরা।

গতকাল জাপানের বিপক্ষে খেলতে নেমে ৩২ মিনিটেই এগিয়ে যায় সুইডেন।

সর্বশেষ খবর