শিরোনাম
শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম শুরু

ক্রীড়া ডেস্ক

শুরু হয়ে গেল ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম। গত রাতেই স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ফ্রেঞ্চ লিগ ওয়ানের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তবে পুরোদমে শুরু হচ্ছে আজ থেকে। লা লিগায় আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। তাদের প্রতিপক্ষ অ্যাথলেটিক। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা মাঠে নামবে কাল। তাদের প্রতিপক্ষ গেটাফে। লা লিগার আরেক ফেবারিট ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ মাঠে নামবে সোমবার। তাদের প্রথম ম্যাচ গ্রানাডার বিপক্ষে।

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতেই মাঠে নেমেছে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আজ খেলতে নামছে গতবারের রানার্সআপ আর্সেনাল। গত মৌসুমে লিগ শিরোপার জন্য বেশ কঠিন লড়াই করেছে গানাররা। তবে শেষদিকে ম্যানসিটি ম্যাজিকের সামনে টিকে থাকতে পারেনি তারা। অবশ্য নতুন মৌসুমে আরও ভয়ংকর রূপেই মাঠে নামছে আর্সেনাল। আজ ফ্রেঞ্চ লিগ ওয়ানের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি মাঠে নামছে। প্রতিপক্ষ লরিয়েন্ট। কয়েক বছর ধরেই নিয়মিত লিগ জয় করছে পিএসজি। গত মৌসুমে এ ক্লাবেই খেলেছেন লিওনেল মেসি। এবার আর্জেন্টাইন তারকা নেই। তবে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে আছেন দলে। এবারেও কি আধিপত্য ধরে রাখবে পিএসজি!

সর্বশেষ খবর