শিরোনাম
রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

এশিয়া কাপের ১৭ সারথি

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপের ১৭ সারথি

সাকিব আল হাসান, অধিনায়ক

সাকিব আল হাসানকে অধিনায়ক ঘোষণার দিন এশিয়া কাপের স্কোয়াড নিয়ে একটা ধারণা দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানিয়েছিলেন, বাঁ-হাতি ওপেনার তামিম ইকবালের বিকল্প ওপেনার নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এশিয়া কাপের যে স্কোয়াড ঘোষণা করেছেন, তাতে চমক তানজিদ হাসান তামিম। ২২ বছর বয়সী ওপেনার সুযোগ পেয়েছেন বাঁ-হাতি ওপেনার তামিমের পরিবর্তে। এ ছাড়া পরিচিত মুখরাই জায়গা পেয়েছেন স্কোয়াডে। অবশ্য শ্রীলঙ্কা ও পাকিস্তানের উইকেটের বিবেচনায় দুই বাঁ-হাতি স্পিনারের লড়াইয়ে শেষ পর্র্যন্ত জয় হয়েছে দীর্ঘকায় নাসুম আহমেদের। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে ২ উইকেট পেলেও সুযোগ পাননি বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। বাদ পড়েছেন ছন্দ হারানো ওপেনার রনি তালুকদার। আফগানিস্তান সিরিজে রান না করেও টিকে গেছেন বাঁ-হাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব। সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ আলোচনাতেই আসেননি। দলে ফিরেছেন তরুণ স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ ও পেসার ইবাদত হোসেন। এশিয়া কাপ শুরু হবে ৩০ আগস্ট। বাংলাদেশের প্রথম খেলা ৩১ আগস্ট, ক্যান্ডিতে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ৩ সেপ্টেম্বর লাহোরে প্রতিপক্ষ আফগানিস্তান। 

পিঠের ব্যথায় নিয়মিত খেলতে পারছিলেন না তামিম। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলেন। এরপর পুরোপুরি সুস্থ হতে ছুটি নেন দেড় মাসের। দুবাই ও লন্ডনে চিকিৎসা করান। তার পরিবর্তে তানজিদকে নিয়েছেন নির্বাচক প্যানেল।  জুলাইয়ে শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন ৩টি। ভারত ‘এ’ দলের বিপক্ষে ৫১, আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৯, ওমান ‘এ’ দলের বিপক্ষে ৬৮ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৫১ রান করেন তানজিদ। লিটন দাসের সঙ্গে নতুন বলে জুটি বাঁধতে তানজিদের সঙ্গে রয়েছেন নাঈম শেখ। যদিও ছন্দে নেই বাঁ-হাতি ওপেনার। আফগানদের বিপক্ষে সর্বশেষ সিরিজের দুই ম্যাচে রান করেছেন ০ ও ৯। তিন ওয়ানডেতে তার রান ১০। তাকে আরও একবার সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। নাঈমকে নেওয়ার বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘নাঈম শেখ ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট ভালো খেলেছে। ইমার্জিং কাপে খুব একটা ভালো করতে পারেনি। কিন্তু সে স্টেবল। যেহেতু তার আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতা রয়েছে, সেজন্য আমরা চিন্তা করেছি ওকে আরেকটু সুযোগ দেওয়ার।’ কন্ডিশনিং ক্যাম্পে ছিলেন ৩৭ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু তার জায়গা হয়নি শেষ পর্যন্ত। তাকে না নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘লম্বা আলোচনার পর মাহমুদুল্লাহকে নেওয়া হয়নি।’ সুযোগ পেয়েছেন বাঁ-হাতি তরুণ শামীম। গত মার্চে হঠাৎ করে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেয়েছিলেন কিন্তু খেলার সুযোগ হয়নি। অবশ্য টি-২০ ক্রিকেটে দারুণ খেলছেন তিনি। দলে সুযোগ পাওয়া আরেক তরুণ স্পিন অলরাউন্ডার মেহেদী। তাকে ৭ নম্বর পজিশনে ভাবা হচ্ছে। ২০২১ সালে ৩টি ওয়ানডে খেলেছেন তিনি। ছন্দে না থাকার পরও দলে থেকে বিস্ময়ের জন্ম দিয়েছেন আফিফ। আফগানিস্তান সিরিজে ফিরলেও রান করতে পারেননি। দুই ম্যাচে ৪ ও ০ রান করেন বাঁ-হাতি অলরাউন্ডার। তাকে নেওয়া হয়েছে মূলত ৭ নম্বর পজিশনের বিবেচনায়। তাকে নেওয়ার বিষয়ে প্রধান নির্বাচক বলেন, ‘আফিফকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। টিম ম্যানেজমেন্ট কেন তাকে চাচ্ছে, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। কিছু কিছু জায়গা আছে, কিছু আমরা ছাড় দিই। যেটা হয়তো অধিনায়কের পছন্দ হতে পারে, কোচের চাহিদা হতে পারে। ওদিক বিবেচনা করেই আমরা ওকে নিয়েছি।’

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর