শিরোনাম
রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ফ্রান্সকে বিদায় করে সেমিতে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

ফ্রান্সকে বিদায় করে সেমিতে অস্ট্রেলিয়া

ফিফা নারী বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। শেষ চারে উঠে এসেছে ইংল্যান্ডও। গতকাল ব্রিসবেনের ল্যাঙ পার্ক স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ফ্রান্সের সঙ্গে গোলশূন্য (০-০) ড্রয়ের পর টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া। দিনের অপর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় ২-১ গোলে পরাজিত করে কলম্বিয়াকে। গতকাল দারুণ এক ম্যাচ উপহার দেয় অস্ট্রেলিয়া-ফ্রান্স। দুই দল আক্রমণের পর আক্রমণ করেও কোনো গোল করতে পারেনি। ১২০ মিনিট খেলার পর টাইব্রেকারেও ছিল নাটকীয়তা। প্রথম পাঁচটি করে শটে দুই দল গোল করে তিনটি করে। এরপর ‘সাডেন ডেথে’ টানা তিনটি করে গোল করে দুই দল। চতুর্থ শট দুই দলই মিস করে। পঞ্চম শটে ফ্রান্স মিস করলেও অস্ট্রেলিয়া গোল করে জয়ের উচ্ছ্বাসে মেতে ওঠে। অস্ট্রেলিয়া প্রথমবারের মতো বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করল। এর আগে তারা ২০০৭, ২০১১ ও ২০১৫ সালে কোয়ার্টার ফাইনাল খেলে। সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ইংলিশ মেয়েরা নির্ধারিত সময়েই জয় পায় গতকাল। ম্যাচের ৪৪ মিনিটে লেইসি সান্তোসের গোলে এগিয়ে গিয়েছিল কলম্বিয়া। তবে লরেন হেম্প (৪৫+৬) এবং অ্যালেসিয়া রুসোর (৬৩) গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। ইংলিশ মেয়েরা টানা তৃতীয়বারের মতো সেমিফাইনাল নিশ্চিত করল। ২০১৫ সালে কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে সেমিফাইনালে তারা জাপানের কাছে হেরে যায়। পরবর্তীতে জার্মানিকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে ইংল্যান্ড। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেন ইংলিশ মেয়েরা। এবারও কী ফাইনাল খেলার আশা অধরাই থেকে যাবে! নাকি অস্ট্রেলিয়া বাধা টপকে ফাইনাল খেলবে ইংল্যান্ড।

 

 

সর্বশেষ খবর