রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

রবসন জিকোরা এখন শারজায়

ক্রীড়া প্রতিবেদক

রবসন জিকোরা এখন শারজায়

অভিষেকের পর থেকে ইতিহাস পিছু নিয়েছে বসুন্ধরা কিংসের। ঘরোয়া ফুটবলে টানা চার লিগ শিরোপাসহ আরও ট্রফি জিতেছে। এবার আন্তর্জাতিক আসরেও সাফল্য চায় কিংস। সেই মিশনে নামার অপেক্ষায় বাংলাদেশ চ্যাম্পিয়নরা। ১৫ আগস্ট শারজাহতে কিংস এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামবে। প্রতিপক্ষ স্বাগতিক শারজাহ এএফসি। রবসন রবিনহো, আনিসুর রহমান জিকোদের দল শারজাহতে পৌঁছেও গেছে। ঢাকা ছাড়ার আগে দলের কোচ, ফুটবলার ও কর্মকর্তারা ফটোসেশনে অংশ নেন। যাওয়ার আগে খেলোয়াড়রা একটাই কথা বলে গেছেন, জান প্রাণ দিয়ে লড়ব। অধিনায়ক রবসন বলেন, ওরা (শারজাহ) নিঃসন্দেহে আমাদের চেয়ে শক্তিশালী দল। তবে কিংসও ভালো প্রস্তুতি নিয়ে গেছে। লিগ শেষের পর কিছুদিন বিশ্রাম নিয়ে আমরা প্রস্তুতিতে নেমেছি। মাঠে থাকাটাই কিংসের প্লাস পয়েন্ট। সেরাটা দিতে পারলে জয় নিয়ে মাঠ ছাড়া অসম্ভবের কিছু নয়।

দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষকের খেতাব পাওয়ার পর এটিই হবে জিকোর প্রথম ম্যাচ। তিনি বলেন, শারজাহ শক্তিশালী দল হলেও কিংসের টার্গেট জয়। আমার বিশ্বাস সম্মিলিত ভালোটা দিতে পারলে জয় সম্ভব। আজই শারজাহ মাঠে অনুশীলনে নামবে কিংস। কোচ অস্কার বলেছেন, দুই দিন হালকা অনুশীলন হবে। এখান থেকে পরিবেশ ও পরিস্থিতি বুঝে নিতে চাই। মঙ্গলবার ম্যাচ। এখানে প্রচুর বাংলাদেশি আছে। আশা করছি ম্যাচে ভালোই সমর্থন পাব। যা আমাদের অনুপ্রেরণা জোগাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর