সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

জয়সোয়ালের দুর্দান্ত ব্যাটিং

ক্রীড়া ডেস্ক

জয়সোয়ালের দুর্দান্ত ব্যাটিং

দুই সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বাইরে রেখেই টি-২০ সিরিজ খেলেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। এবার ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে। চার ম্যাচ পর্যন্ত দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে। সিরিজে দুটি করে ম্যাচ জিতেছে দুই দল। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের লডারহিলে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ খেলেছে দুই দল। প্রথম দুটি ম্যাচ যথাক্রমে ৪ রান ও ২ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। পরের দুটি ম্যাচ জিতে সমতা আনে ভারত। সফরকারী ভারত তৃতীয় টি-২০ ম্যাচে জয় পায় ৭ উইকেটে। চতুর্থটিতে জয় পায় একপেশে লড়াইয়ে। ৯ উইকেটের বড় জয়ে অবদান রাখেন দুই ওপেনার যাশাসভি জয়সোয়াল ও শুভমান গিল। ১৭৮ রান টপকাতে দুই ওপেনার জয়সোয়াল ও গিল ১৫.৩ ওভারে ১৬৫ রানে জুটি গড়েন। ক্যারিয়ারের দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেন জয়সোয়াল। ৫১ বলে ১১ চার ও ৩ ছক্কায় ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হন তরুণ ওপেনার। শুভমান গিল ৭৭ রানের ইনিংস খেলেন ৪৭ বলে ৩ চার ও ৫ ছক্কায়। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রান করে। শিমরন হেটমায়ার ৬১ রানের ইনিংস খেলেন ৩৯ বলে ৩ চার ও ৪ ছক্কায়। দুই ম্যাচ টেস্ট সিরিজ ভারত জয় পায় ১-০ তে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজি সফরকারীরা জেতে ২-১ ব্যবধানে।

 

সর্বশেষ খবর