সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

আল নাসরে রোনালদোর প্রথম শিরোপা

ক্রীড়া ডেস্ক

আল নাসরে রোনালদোর প্রথম শিরোপা

গত ডিসেম্বরে রেকর্ড পরিমাণ বেতনে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। লিগে ১৬ ম্যাচে ১৪ গোল করেও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি তিনি। তবে নতুন মৌসুমের শুরুতেই শিরোপা জয় করলেন রোনালদো। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে চ্যাম্পিয়ন হয়েছে আল নাসর। ফাইনালে তারা স্বদেশি ক্লাব আল হিলালকে হারিয়েছে ২-১ গোলে। আল নাসরে এটাই রোনালদোর প্রথম শিরোপা।

ক্যারিয়ারে অসংখ্য ট্রফি জয় করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি থেকে শুরু। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের জার্সিতে ইউরোপের শীর্ষ তিন লিগ জয় করেছেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ আরও অনেক ট্রফি জিতেছেন। তবে সৌদি আরবে প্রথম শিরোপা জয়ে ভিন্ন রকমের এক স্বাদই পেলেন রোনালদো। ৩৮ বছরের রোনালদো এখনো দুর্দান্ত ফুটবল খেলছেন। প্রতিনিয়তই নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপেও নিজেকে প্রমাণ করলেন। ফাইনালে তার ম্যাজিক্যাল পারফরম্যান্সেই শিরোপা নিয়ে বাড়ি ফিরেছে আল নাসর। শনিবার ফাইনালে রোনালদো দুটি গোল করেন ৭৪ ও ৯৮ মিনিটে। আল হিলালের পক্ষে একটি গোল করেন মাইকেল (৫১)। প্রতিপক্ষ প্রথমে এগিয়ে গেলেও রোনালদো ম্যাজিকে ম্যাচে ফিরে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে এটাই প্রথম শিরোপা আল নাসরের। এর আগে এ টুর্নামেন্টে সৌদি আরবের আল হিলাল, আল শাবাব ও আল ইত্তিফাক দুটি করে এবং আল ইত্তিহাদ ও আল আহলি একটি করে শিরোপা জয় করেছে।

 

সর্বশেষ খবর