সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বায়ার্ন মিউনিখে ব্যর্থতা দিয়ে শুরু হ্যারি কেইনের

ক্রীড়া ডেস্ক

বায়ার্ন মিউনিখে ব্যর্থতা দিয়ে শুরু হ্যারি কেইনের

শনিবারই চুক্তি সম্পন্ন হয়েছে বায়ার্ন মিউনিখের সঙ্গে। চার বছরের জন্য জার্মান জায়ান্টে খেলবেন ইংলিশ তারকা ফুটবলার হ্যারি কেইন। শনিবার নাম লিখিয়েই মাঠে নেমেছেন তিনি। জার্মান সুপার কাপের লড়াইয়ে বায়ার্নের নয় নম্বর জার্সি গায়ে জড়িয়ে নেমেছিলেন লিপজিগের বিপক্ষে। কিন্তু ব্যর্থতায় শুরু হলো কেইনের জার্মানি মিশন। জার্মান সুপার কাপের লড়াইয়ে বায়ার্ন মিউনিখ ৩-০ গোলে হেরে গেছে লিপজিগের কাছে।

হ্যারি কেইন শিরোপা জয়ের আশাতেই টটেনহ্যাম ছেড়ে বায়ার্নে নাম লিখিয়েছেন। গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সে কথা বলেছেনও তিনি। কেইন বলেছেন, ‘আমি সব সময়ই সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলতে চেয়েছি। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চেয়েছি। শিরোপার জন্য প্রতি বছরই লড়াই করতে চেয়েছি। বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি বায়ার্নে এসে এ সুযোগ এসেছে। সামনের দিনগুলোতে চ্যালেঞ্জে জয়ী হতে চাই।’ প্রথমদিনেই একটা শিরোপা জিততে পারতেন কেইন। ২০২০, ২০২১ ও ২০২২ সালে টানা তিনবার জার্মান সুপারকাপ জেতা বায়ার্ন মিউনিখ শনিবার হেরে গেল লিপজিগের কাছে। গত বছর এ দলকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ব্যভারিয়ানরা। শনিবার সুপার কাপের লড়াইয়ে লিপজিগের পক্ষে হ্যাটট্রিক করেন স্প্যানিশ ফুটবলার ড্যানিয়েল ওলমো। তিনি ম্যাচের ৩, ৪৪ ও ৬৮ মিনিটে তিনটি গোল করেন। প্রথমবারের মতো জার্মান সুপারকাপ জয় করল লিপজিগ। এ কাপে সর্বোচ্চ ১০ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ছয়বার জিতে বুরুসিয়া ডর্টমুন্ড আছে দুই নম্বরে। জার্মান সুপারকাপে হারলেও নতুন মৌসুমে দারুণ কিছু করতে চান হ্যারি কেইন।

 

সর্বশেষ খবর