সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক

 ব্রেন্ডন কিংয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে সিরিজ নির্ধারণী ম্যাচটি ৮ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তখনো বল বাকি ছিল ১২টি। ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে ক্যারিবীয়রা। ম্যাচ সেরা ব্রেন্ডন কিং অপরাজিত ছিলেন ৮৫ রানে। ৫৫ বলের ইনিংসটিতে ৫টি চার ছাড়াও ৬টি ছক্কা ছিল।  বৃষ্টিতে খেলা বন্ধ ছিল আধাঘণ্টা।   গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের লডারহিলে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে নেমেছিল দুই দল। সফরকারী ভারত খেলেছে দুই সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়া। সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচ জিতেছে স্বাগতিক ক্যারিবীয়রা। তৃতীয় ও চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা আনে সফরকারী ভারত। সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন সূর্যকুমার যাদব। ৪৫ বলের ইনিংসটিতে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। যাদবের এটা ১৫তম হাফসেঞ্চুরি। তিলক ভার্মা ১৮ বলে ২৭ রান করেন। স্বাগতিকদের পক্ষে সফল বোলার রোমারিও শেফার্ড ৩১ রানের খরচে নেন ৪ উইকেট।

সর্বশেষ খবর