মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

স্পেন-সুইডেন সেমির লড়াই

ক্রীড়া ডেস্ক

স্পেন-সুইডেন সেমির লড়াই

ফিফা নারী বিশ্বকাপে সেমিফাইনালের লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে স্পেন ও সুইডেনের মেয়েরা। অকল্যান্ডের ইডেন পার্কে মুখোমুখি হবে দুই দল। বিশ্বকাপে এর আগে ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে সুইডেনের। ২০০৩ সালে ফাইনাল খেলেছে তারা। সেবার ফাইনালে হেরে যায় জার্মানিতে। অন্যদিকে স্পেন প্রথমবার সেমিফাইনাল খেলতে নামছে। এর আগে তারা দুবার বিশ্বকাপ খেলেছে। একবার গ্রুপ পর্ব খেলেই বিদায় নিয়েছে। আরেকবার শেষ ষোলোতে খেলেছে। প্রথমবার সেমিফাইনাল খেলেই কি ফাইনাল নিশ্চিত করবে স্প্যানিশরা! চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছে স্পেন। ১৫টি গোল করেছে তারা। দলে জেনিফার, বোনমাতি এবং আলবার মতো স্কোরার আছে। এই তিনজনেই বিশ্বকাপে তিনটি করে গোল করেছেন। অন্যদিকে সুইডিশরা এবার বেশ কঠিন পরীক্ষা দিয়ে এসেছে সেমিফাইনালে। দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ও জাপানকে হারিয়ে শেষ চারে উঠে এসেছে তারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর