মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মিরপুরে ফ্লাডলাইটে আগুন

ক্রীড়া প্রতিবেদক

আকাশ মেঘলা থাকায় গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফ্লাডলাইট জ্বালিয়ে অনুশীলন শুরু করেন টাইগাররা। কিছুক্ষণ পর পূর্ব গ্যালারির কাছের ফ্লাডলাইটে আগুন দেখা যায়। এরপর কিছু সময় অনুশীলন বন্ধ থাকে। তবে আগুন বেশিক্ষণ ছিল না। কিন্তু চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হলে অনুশীলন শুরু করেন টাইগাররা। ফ্লাডলাইটে আগুনের বিষয়ে বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আবদুল বাতেন বলেন, ‘ফ্লাডলাইটের নিচের দিকে আগুন ধরেছিল। টানা বৃষ্টির কারণে শর্টসার্কিট হয়ে গিয়েছিল। তাই কিছু বাতিতে আগুন ধরে যায়। আমরা টের পাওয়ার পর সঙ্গে সঙ্গে সার্কিট বন্ধ করে দেওয়ায় আগুন নিভে যায়।’ তিনি বলেন, ‘ফ্লাডলাইটে বড় কোনো সমস্যা হয়নি। আশা করছি, সার্কিট বদলে দিলেই সমাধান হয়ে যাবে।’ এশিয়া কাপকে সামনে রেখে কঠোর অনুশীলন করছে বাংলাদেশ। এ অনুশীলন চলবে ২৫ আগস্ট পর্যন্ত। এশিয়া কাপ শুরু হবে ৩০ আগস্ট। বাংলাদেশ ৩১ আগস্ট প্রথম ম্যাচে খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে।

সর্বশেষ খবর