শিরোনাম
বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সুইডেনকে হারিয়ে ফাইনালে স্পেন

ক্রীড়া ডেস্ক

সুইডেনকে হারিয়ে ফাইনালে স্পেন

ফিফা নারী বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করল স্পেন। গতকাল অকল্যান্ডের ইডেন পার্ক স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে সুইডেনকে ২-১ গোলে হারিয়েছে স্পেনের মেয়েরা। ম্যাচের ৮১ মিনিটে স্পেনের সালমা সিলেস্তের গোলে এগিয়ে যায় স্পেন। ৮৮ মিনিটে রেবেকা মারিয়ার গোলে সমতায় ফেরে সুইডেন। তবে পরের মিনিটেই ওলগা কারমোনার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। স্পেন তৃতীয়বারের মতো নারী বিশ্বকাপ খেলতে এসেছে। প্রথমবার গ্রুপ পর্ব খেলে বিদায় নেয় তারা ২০১৫ সালে। ২০১৯ সালে দ্বিতীয়বার বিশ্বকাপ খেলতে এসে শেষ ষোলো খেলে বিদায় নেয় তারা। তৃতীয়বারে খেলতে এসেই কি বাজিমাত করতে যাচ্ছে স্পেন! এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলে তারা। ফাইনাল পর্যন্ত পৌঁছতে গোল করেছে ১৭টি। বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের চেয়ে বেশি গোল করেছে তারা। ফাইনালে ফেবারিট হিসেবেই খেলতে নামবে স্পেন। ফাইনাল নিশ্চিত করার পর স্পেনের কোচ জর্জ ভিলডা বলেছেন, ‘আমরা জানতাম ম্যাচটা বেশ কঠিন হবে। মানসিক চাপ থাকবে অনেক। তবে আমাদের মেয়েরা প্রস্তুত ছিল। বিশেষ করে শেষ মিনিটে ওলগার গোলটা ছিল শৈল্পিক।’ স্পেন উৎসবে মেতেছে। অন্যদিকে এবারের বিশ্বকাপে দুই সাবেক চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ও জাপানকে হারানো সুইডিশ মেয়েরা সেমিফাইনালে হেরে কান্নায় ভেঙে পড়েন।

এদিকে আজ নারী বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় ম্যাচটি হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। দুই দলের কেউই আগে ফাইনাল খেলেনি। প্রথমবারের মতো ফাইনাল খেলবে কারা! ইংল্যান্ড না অস্ট্রেলিয়া? বিজয়ী দল ২০ আগস্ট ফাইনালে স্পেনের মুখোমুখি হবে।

সর্বশেষ খবর