বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

শ্রদ্ধাঞ্জলি

শ্রদ্ধাঞ্জলি

লে. শেখ জামাল ধানমন্ডি

গতকাল ছিল জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গকে নৃশংসভাবে ধানমন্ডির বাসায় হত্যা করা হয়। সেই শোকাবহ দিনকে স্মরণ করে দিনভর কর্মসূচি পালন করে দেশের দুই শীর্ষ ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র এবং লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দুই ক্লাবের পরিচালকরা বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর পরিবারবর্গের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দুই ক্লাবই কোরআন খতম  ও দুস্থদের মধ্যে তবারক বিতরণ করে।

নিহত পরিবারবর্গের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দুই ক্লাব প্রাঙ্গণে দুস্থদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

 ভিন্ন দুই ক্লাবের অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেলের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের পক্ষে উপস্থিত ছিলেন ক্লাবের অর্থ পরিচালক মো. ফখরুদ্দিন এবং অন্য ক্লাব শেখ জামালের পক্ষে উপস্থিত ছিলেন গভর্নিং বডির চেয়ারম্যান অভিজ্ঞ সংগঠক মনজুর কাদের, নির্বাহী পরিচালক নজিব আহমেদ, জহির আহমেদ, ক্লাব সেক্রেটারি মেহরাব আলম চৌধুরীসহ অন্যরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর