বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

অবসর ভেঙে বিশ্বকাপ দলে ফিরলেন স্টোকস

ক্রীড়া ডেস্ক

অবসর ভেঙে বিশ্বকাপ দলে ফিরলেন স্টোকস

লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালের ফাইনালটি ‘টাই’ হয়েছিল। বেন স্টোকসের অপরাজিত ৮৪ রানের ইনিংসে ভর করে টাই করেছিল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তার ইনিংসটি নিঃসন্দেহে বিশ্বকাপ ক্রিকেট ফাইনালের অন্যতম সেরা ইনিংস। স্টোকসের অবিশ্বাস্য ব্যাটিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। শুধু ওয়ানডে বিশ্বকাপ নয়, ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালেও তিনি ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করেছিলেন ৫২ রানের অপরাজিত ইনিংস খেলে। ওয়ানডে বিশ্বকাপ ও টি-২০ বিশ্বকাপ- ফাইনাল দুটিতে দুরন্ত পারফরম্যান্সে প্রমাণ করেছেন, তিনি বড় মঞ্চের মহানায়ক। তিনি বড় বড় আসরগুলোতে ইংল্যান্ডের ভরসা। ইংলিশদের ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপ শিরোপা জেতানোর নায়ক এখন টেস্ট অধিনায়ক। সাদা পোশাকে দায়িত্ব পাওয়ার দুই মাস পর গত জুলাইয়ে ওয়ানডে দায়িত্ব ছেড়ে দেন স্টোকস। এরপর থেকে তিনি শুধু টেস্ট খেলছেন। অভিজ্ঞ এই ক্রিকেটারকে ওয়ানডেতে ফেরানোর জন্য জোর চেষ্টা চালাচ্ছিলেন টিম ম্যানেজমেন্ট। অবশেষে সফল হয়েছেন তারা। ওয়ানডে বিশ্বকাপে দৃষ্টি রেখে সিমিং অলরাউন্ডার অবসর ভেঙে ফিরেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সেপ্টেম্বরে ৪ ম্যাচের ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে। অবসর ভাঙার সিদ্ধান্তে অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে স্টোকসের। অবশ্য বিশ্বকাপ জয়ের আরেক নায়ক জোফরা আর্চারের সম্ভাবনা কমে এসেছে বিশ্বকাপ খেলার। ইনজুরি থেকে সুস্থ হতে পারেননি আর্চার।

নেতৃত্ব পাওয়ার পর টেস্ট ক্রিকেটটাকেই পাল্টে দিয়েছেন স্টোকস। ওয়ানডে স্টাইলে ক্রিকেট খেলছে ইংল্যান্ড। তিনি এখন ওয়ানডে খেলবেন, কোচ ম্যাথু মট ও অধিনায়ক জশ বাটলার স্বপ্ন দেখছেন। দলে ফেরায় হাঁফ ছেড়ে বেঁচেছেন প্রধান নির্বাচক লুক রাইট, ‘আমি নিশ্চিত যে, ইংল্যান্ডের ওয়ানডে জার্সি গায়ে স্টোকসের ফিরতে দেখাটা উপভোগ করবে সবাই।’ দলে ফিরলেও বাঁ পায়ের ইনজুরিতে বোলিং করার সম্ভাবনা কম। থ্রি লায়ন্সের পক্ষে ১০৫ ওয়ানডেতে রান করেছেন ২ হাজার ৯২৪ এবং সেঞ্চুরি ৩টি।

সর্বশেষ খবর