শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

এবার বড়দের বিশ্বকাপ জিততে চান তামিম

আমরা যেটা অর্জন করছি (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ), সেটা এখন অতীত। সবার মধ্যে এখন একটাই কথা, একটাই স্বপ্ন, বড়দের হয়ে বিশ্বকাপ জেতা

ক্রীড়া প্রতিবেদক

এবার বড়দের বিশ্বকাপ জিততে চান তামিম

তানজিদ হাসান তামিম

তামিম ইকবালের পরিবর্তে তানজিদ হাসান তামিম। দেশসেরা ওপেনারের জায়গায় সুযোগ পাওয়া তানজিদ তামিমের ওপর আলাদা নজর থাকছে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যাটিংয়ের মতো আক্রমণাত্মক মেজাজে চাপটাকে তানজিদ ছুড়ে ফেলেন মিডিয়ার মুখোমুখিতে। ২২ বছর বয়সী তরুণ ওপেনার স্পষ্ট করেই জানিয়েছেন, তিনি লম্বা রেসের ঘোড়া!    

জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারই যুব বিশ্বকাপ খেলেছেন। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদরা যুব বিশ্বকাপে আলো ছড়িয়েছেন। কিন্তু শিরোপা জিততে পারেননি। এক্ষেত্রে শরিফুল ইসলাম, তৌহিদ হৃদয়, শামীম হাসান পাটোয়ারী, তানজিদ হাসান তামিমরা ভাগ্যবান। এসব তরুণ ক্রিকেটাররা যুব বিশ্বকাপ জিতেছেন। বিশ্ব জয় করেই থেমে থাকেননি এরা, মূল দলে প্রতিনিধিত্ব করে আলো ছড়াচ্ছেন। স্বপ্ন দেখছেন বিশ্ব শাসনের। ২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য শরিফুল, শামীম, তৌহিদদের পথ ধরে জাতীয় দলে সুযোগ পেয়েছেন তানজিদ তামিম। ২২ বছর বয়সী তরুণ ওপেনার এই প্রথম সুযোগ পেলেন মূল দলে। প্রথমবার সুযোগ পেয়েই স্বপ্ন দেখছেন আকাশ ছোঁয়ার। অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ জয়ের পর তানজিদ তামিম স্বপ্ন দেখছেন বিশ্বকাপ জয়ের, ‘আমরা যেটা অর্জন করছি (অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ), সেটা এখন অতীত। সবার মধ্যে এখন একটাই কথা, একটা স্বপ্ন, বড়দের হয়ে বিশ্বকাপ জেতা। সবারই যখন দেখা হয়, সামনে যেহেতু বিশ্বকাপ, একটা জিনিসই মাথায় কাজ করে, আমরা এশিয়া কাপ যত টুর্নামেন্টই খেলি না কেন, ব্যাক অব দ্য মাইন্ডে কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকেই যায়। চেষ্টা করব এবার। যদি কপালে থাকে, হয়ে যাবে।’ 

আলোচনায় ছিলেন বেশ অনেক দিন ধরে। নির্বাচক প্যানেল নজর রাখছিলেন যুব বিশ্বকাপজয়ী ওপেনারের ওপর। ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৩টিতে হাফসেঞ্চুরি করেছেন তানজিদ তামিম।  আফগানিস্তানের বিপক্ষে ৯ রান করলেও সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৫৬ বলে ৫১, ওমানের বিপক্ষে ৬৮ ও স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ রান করেন। সব মিলিয়ে ৪ ম্যাচে তার ছিল ১৭৯। এমন পারফরম্যান্সের পর শুধু ডাকের অপেক্ষায় ছিলেন ডানহাতি ওপেনার। অবশেষে ডাক পান। টাইগার ওয়ানডে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেন তামিম ইকবাল। শুধু তাই নয়, পিঠের ব্যথায় এশিয়া কাপ থেকেও সরে দাঁড়ান। দেশসেরা ওপেনারের সরে দাঁড়ানোয় সুযোগ পান তরুণ তানজিদ তামিম। প্রথম সুযোগেই বাজিমাত করতে চান। জাতীয় দলে সুযোগ পেয়ে গতকাল প্রথমবার মিডিয়ার মুখোমুখিতে নিজের স্বপ্নের কথা বলেন, ‘জাতীয় দলে সুযোগ পেয়েছি। এশিয়া কাপের মতো একটা মঞ্চে সুযোগ পেয়েছি। সিনিয়রদের সঙ্গে এর আগেও খেলা হয়েছে আমার। সিনিয়রদের সঙ্গে খেলা উপভোগ করছি অনেক।’

এশিয়া কাপকে সামনে রেখে ক্লোজডোর অনুশীলন করছেন ক্রিকেটাররা। এশিয়া কাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন তানজিদ। বিশ্বকাপে সুযোগ পাবেন কি না, এখনো নিশ্চিত নয়। যদি এশিয়া কাপে খেলার সুযোগ পান এবং রান করেন, তাহলে বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল। যদিও ফিরে আসার সম্ভাবনা রয়েছে সিনিয়র ওপেনার তামিম ইকবালের। বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা তানজিদ নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে চান। অনুশীলনে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করছেন। ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ১৭৯ রান করেন ১১৬.৯৯ স্ট্রাইক রেটে। গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে ২ সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে রান করেন ৯৩.৩০ স্ট্রাইক রেটে ৪৭৪। যদি সুযোগ পান, তাহলে তিনি নতুন বলে জুটি বাঁধবেন আরেক আক্রমণাত্মক মেজাজের ক্রিকেটার লিটন দাসের সঙ্গে। আক্রমণাত্মক মেজাজে খেলার বিষয়ে তানজিদ বলেন, ‘আমি কখনই প্রতিপক্ষ বোলার নিয়ে ভাবি না। আমি সব সময় চেষ্টা করি বল দেখে খেলার। আমি সব সময় পজিটিভ ক্রিকেট খেলার কথা চিন্তা করি। আমি স্বাভাবিকভাবে ব্যাটিং করি। আমি বিশ্বাস করি, আমার শক্তিতে এবং পজিটিভ খেলায়।’
কোচ চন্ডিকা হাতুরাসিংহে কড়া মেজাজের। কিন্তু তিনি কখনো কোনো ক্রিকেটারের স্বাভাবিক খেলার ওপর হস্তক্ষেপ করেন না। তানজিদকে তার সাবলীল খেলা খেলতেই উৎসাহিত করেছেন।

সর্বশেষ খবর