শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

জার্মানির পর কে?

পুরুষ ও নারী ফুটবলে বিশ্বজয়

ক্রীড়া প্রতিবেদক

নারী বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ চারবার শিরোপা জয়ের রেকর্ড রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। ১৯৯১, ১৯৯৯, ২০১৫ ও ২০১৯ সালে তারা শিরোপা জেতে। তবে পুরুষ বিশ্বকাপে কখনো তারা ফাইনালই খেলতে পারেনি। এক্ষেত্রে শুধু জার্মানিই বক্তিক্রম। পুরুষ ও নারী বিশ্বকাপে দুটোতেই চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে। ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালে চারবার পুরুষ বিশ্বকাপে ট্রফি ঘরে নিয়ে গেছে জার্মানরা। নারী বিশ্বকাপে তারা ২০০৩ ও ২০০৭ টানা দুবার চ্যাম্পিয়ন হয়। চলতি বিশ্বকাপ গ্রুপপর্ব থেকেই তারা বিদায় নিয়েছে। এবার সেমিফাইনালে যে চার দেশ জায়গা করে নেয় তারা নারী বিশ্বকাপে কখনো চ্যাম্পিয়ন হয়নি। নতুন চ্যাম্পিয়নের দেখা নিশ্চিত হয়ে যায়। রবিবার সিডনিতে স্পেন ও ইংল্যান্ড ফাইনালে মুখোমুখি হবে। ইংল্যান্ড ১৯৬৬ ও স্পেন ২০১০ সালে পুরুষ বিশ্বকাপে একবার করে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে যারাই জিতুক তারা জার্মানির এ রেকর্ড স্পর্শ করবে। পুরুষ ও নারী বিশ্বকাপে চ্যাম্পিয়নের খাতায় নাম লেখাবে। কে হবে সেই দল। জার্মানি নকআউট পর্বে উঠতে পারেনি। অন্যদিকে শেষ ষোলোতে সুইডেনের কাছে হেরে বিদায় নেয় চারবারের চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র। ১৯৯৫ সালের চ্যাম্পিয়ন নরওয়েও গ্রুপ পর্ব থেকে বিদায়। নারী বিশ্বকাপে এশিয়ার একমাত্র দেশ জাপান কোয়ার্টার ফাইনালে সুইডেনের কাছে হেরে বিদায় নেয়। ২০১১ সালে জাপান চ্যাম্পিয়ন হয়েছিল।

সর্বশেষ খবর