শিরোনাম
শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

৩২ দলের বিশ্বকাপে খুশি ফিফা সভাপতি

ক্রীড়া ডেস্ক

চার বছর আগে ফিফা নারী বিশ্বকাপে দলের সংখ্যা ছিল ২৪টি। ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো দলের সংখ্যা বাড়িয়ে ৩২টি করেন। এ সিদ্ধান্ত নিয়ে অনেকেই সমালোচনা করেছিলেন। বলেছিলেন, দুর্বল দল বিশ্বকাপে আসবে। গোলের সংখ্যা বেড়ে যাবে। তবে এমনটা হয়নি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলমান বিশ্বকাপে ৩২ দলের লড়াই চমক দেখিয়েছে। আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি দর্শক মাঠে এসেছেন। টিভিতেও ছিল দর্শকের পরিমাণ বেশি। র‌্যাঙ্কিংয়ের নিচের দিকের দলগুলোও চমক দেখিয়েছে। মরক্কো, জ্যামাইকা, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো খেলেছে নকআউট পর্বে। ফিফা সভাপতি ইনফ্যান্টিনো বলেন, ‘তারা বলেছিল, এটা কাজ করবে না। বিশ্বকাপের লেভেল অনেক ওপরের। ১৫-০ স্কোরলাইন দেখা যাবে। নারী ফুটবলের জন্য সিদ্ধান্তটা ভালো হবে না। তাদের বলতে চাই, ফিফার সিদ্ধান্ত ঠিক ছিল।’ ফিফা সভাপতি মনে করেন, এখন অনেক দেশই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখবে।

সর্বশেষ খবর