রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ কিংস অ্যারিনায়

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ কিংস অ্যারিনায়

বসুন্ধরা কিংস পেশাদার ফুটবলে আবির্ভাবের পর একের পর এক শিরোপা জিতে ৭৫ বছরে ঘরোয়া আসরে সব রেকর্ড ভেঙে দিয়েছে। পাঁচ বছরে আট শিরোপা জিতে ইতিহাস গড়েছে তারা। কিংস প্রথম বাংলাদেশের দল হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগও খেলে ফেলেছে। দেশের দুই জনপ্রিয় ক্লাব শেখ রাসেল ক্রীড়াচক্র ও লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব পরিচালিত হচ্ছে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায়। শুধু দলীয় সাফল্য নয়, ক্রীড়ার অবকাঠামো নির্মাণেও নতুনত্ব তৈরি করেছে বসুন্ধরা গ্রুপ।

এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া ভেন্যু বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সের নির্মাণের কাজ শেষের পথে। তবে তার আগে তৈরি হয়ে গেছে আধুনিক ফুটবল স্টেডিয়াম। যা বসুন্ধরা কিংসের হোম ভেন্যু। এটি কিংস অ্যারিনা বলেই পরিচিত। ২০২২-২৩ মৌসুমে বসুন্ধরা কিংস ও শেখ রাসেলের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে। অল্প দিনের মধ্যে কিংস অ্যারিনা নতুন এক ইতিহাস লিখতে যাচ্ছে। দুই মৌসুমে পেশাদার লিগে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হলেও এরই মধ্যে আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি পেতে যাচ্ছে বসুন্ধরা কমপ্লেক্সের কিংস অ্যারিনা। তাও আবার আগামী মাসেই।

বাংলাদেশের জাতীয় দলের লড়াই দিয়ে আন্তর্জাতিক ম্যাচের অভিষেক হবে কিংস অ্যারিনায়। আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর ফিফা টাওয়ার-১ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আফগানিস্তান মুখোমুখি হবে বাংলাদেশের। এ দুই ম্যাচই হবে কিংস অ্যারিনায়। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘ম্যাচ দুটি আয়োজনের সবুজসংকেত পেয়ে গেছি। এএফসির কাছে ম্যাচ দুটি আয়োজনে ফিফার কাছে বাফুফে কিংস অ্যারিনা নাম প্রস্তাব করে। এএফসি তাতে রাজি হয়ে গেছে।’ তিনি জানান, ‘এএফসি কাপের জন্য কিংস অ্যারিনায় প্রয়োজনীয় কাজগুলো আগে থেকেই ঠিক করা হচ্ছিল। আন্তর্জাতিক ম্যাচে ভেন্যুতে যা যা সুবিধা দরকার তা কিংস অ্যারিনায় থাকবে। যতটুকু সংস্কার কাজ বাকি আছে তা দ্রুতই সম্পন্ন হয়ে যাবে। আশা করি দর্শকরা ভালোভাবেই ম্যাচ উপভোগ করতে পারবেন।’

এএফসির প্রতিনিধি দল কিংস অ্যারিনা পরিদর্শন করে যায় কিছু দিন আগে। তখনই সবকিছু দেখে সন্তোষ প্রকাশ করে। তাই ম্যাচ আয়োজনে না বলতে পারেনি।

জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচের পর আগামী মাসেই বসুন্ধরা কিংস এএফসি কাপে তাদের হোম ম্যাচ খেলবে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর কিংস এএফসি কাপে সরাসরি গ্রুপ পর্ব খেলবে। ভারতের ওড়িশা এএফসি ও মালদ্বীপের মাজিয়া কিংসের গ্রুপে রয়েছে। ২২ আগস্ট ঢাকা আবাহনী ও মোহনবাগানের মধ্যে প্লে অফ ম্যাচে যারা জিতবে তারাই বসুন্ধরা গ্রুপে খেলবে। ২৪ আগস্ট এএফসি কাপের ড্র। সেখানেই ফিকশ্চার চূড়ান্ত হবে। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে এএফসি গ্রুপের ম্যাচ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর