রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ক্যাবরেরার কাছে প্রীতি ম্যাচের গুরুত্ব

ক্রীড়া প্রতিবেদক

সাফ চ্যাম্পিয়নশিপের পর বাংলাদেশ জাতীয় দল আর কোনো খেলা খেলেনি। কোচ হাভিয়ে ক্যাবরেরা ছুটি কাটাতে স্পেনে যান। ঢাকায় ফিরে তিনি তাঁর কর্মকা  শুরু করে দিয়েছেন। আগামী মাসে ৪ ও ৭ তারিখে বাংলাদেশ দুটি প্রীতি ম্যাচ খেলবে। বসুন্ধরা কিংস অ্যারিনায় ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। সেই প্রীতি ম্যাচকে সামনে রেখে ক্যাবরেরা গতকাল জাতীয় দলের প্রাথমিক স্কোয়ার্ড ঘোষণা করেন। ৩২ ফুটলারকে ক্যাম্পে ডেকেছেন। অনুশীলনে এদের পারফরম্যান্স যাচাই করে চূড়ান্ত দল ঘোষণা করে। ক্যাবরেরা বলেন, টুর্নামেন্ট বা প্রস্তুতি ম্যাচ দুটোতেই গুরুত্ব রয়েছে। তা ছাড়া প্রতিপক্ষ হিসেবে আমরা আফগানিস্তানের মতো শক্তিশালী দেশকে পাচ্ছি। ম্যাচটি অবশ্যই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ক্যাবরেরা প্রশিক্ষণে আগামী মাসে এশিয়ান গেমসে বাংলাদেশ অনূর্ধŸ ২৩ দল খেলবে।

ক্যাবরেরার প্রশিক্ষণে পাঁচ আসর পর সাফে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছে। ২০ বছর পর আসরে বাংলাদেশ হারিয়েছে মালদ্বীপকে। ভুটানকেও পাত্তা দেয়নি। সেমিফাইনালে লড়াই করেও দুর্ভাগ্যক্রমে কুয়েতের কাছে হেরে যায়। এবার আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে প্রস্তুতি শুরু হবে আজ থেকে।

সর্বশেষ খবর