সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মেসির স্পর্শে ইন্টার মায়ামির প্রথম শিরোপা

ক্রীড়া ডেস্ক

মেসির স্পর্শে ইন্টার মায়ামির প্রথম শিরোপা

ইন্টার মায়ামি প্রতিষ্ঠিত হয় ২০১৮ সালে। সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহাম এ ক্লাবের প্রতিষ্ঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বর্তমান প্রেসিডেন্টও। তবে এ ক্লাব এতদিন সাধারণ মানের একটা ক্লাব হিসেবেই মেজর লিগ সকারে টিকে ছিল। কোনো শিরোপা জেতার চিন্তাও তারা করতে পারত না। সেরা ফল ছিল ১২তম হওয়া! এ দলটাকে একটানে এক নম্বরে নিয়ে এলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গত মাসের মাঝামাঝি ইন্টার মায়ামিতে নাম লেখান মেসি। এক মাস যেতে না যেতেই ক্লাবের ইতিহাসে প্রথম শিরোপা এনে দিলেন আর্জেন্টাইন তারকা। মেসির জাদুকরী পারফরম্যান্সে ইন্টার মায়ামি জয় করল উত্তর আমেরিকার অন্যতম সেরা টুর্নামেন্ট লিগস কাপ। ফাইনালে তারা ন্যাশভিলকে টাইব্রেকারে হারিয়েছে। এ শিরোপা জিতে লিওনেল মেসি ছাড়িয়ে গেলেন দানি আলভেসকে। এতদিন শিরোপা জয়ের তালিকায় দুজনেই ছিলেন সমান্তরালে। মেসির হাতে উঠল ৪৪তম শিরোপা।

লিগস কাপের ফাইনাল অনুষ্ঠিত হয় ন্যাশভিলের মাঠ গুডিস পার্কে। দর্শকে ঠাসা স্টেডিয়ামে খেলতে নেমে কঠিন লড়াই করতে হয় ইন্টার মায়ামিকে। ম্যাচের ২৩ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় বেকহামের দল। ৫৭ মিনিটে ফাফা পিকল্টের গোলে সমতায় ফেরে ন্যাশভিল। এরপর কোনো দলই আর গোল করতে পারেনি। টাইব্রেকারে গড়ায় ম্যাচ। মেসিদের মায়ামি ম্যাচটা জেতে ১০-৯ গোলের ব্যবধানে। টুর্নামেন্টে ১০ গোল করে সেরা গোলদাতা হওয়ার পাশাপাশি টুর্নামেন্টসেরা ফুটবলারও হয়েছেন মেসি। যুক্তরাষ্ট্রে এসে প্রথম শিরোপা জিতে মেসি বললেন, ‘চ্যাম্পিয়ন্স!!! ক্লাবের ইতিহাসে প্রথম শিরোপা জিতে খুব খুশি। সবার কঠিন পরিশ্রম আর নিবেদনের কারণেই এটা সম্ভব হয়েছে। আশা করছি, মাত্র তো শুরু... চলো এগিয়ে যাই।’

 

সর্বশেষ খবর