মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

কী আছে এই ট্রফিতে!

কী আছে এই ট্রফিতে!

কী আছে এই ট্রফিতে। বিশ্বকাপ ট্রফি নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করে দিলেন নারী বিশ্বকাপের সেরা ফুটবলার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকেন। তার সঙ্গে যোগ দেন আরেক স্প্যানিশ  ফরোয়ার্ড ইভা নাভারো। প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেনের মেয়েরা।

দেশটির ছেলেরা বিশ্বকাপ জিতেছিল ২০১০ সালে। আর এবার মেয়েরা বিশ্বজয় করল সেই একই জাদুকরী ‘টিকিটাকা’ ফুটবল দিয়ে। স্পেনের এই শিরোপার প্রধান কারিগর বোনমাতি। পুরো টুর্নামেন্টে জাদুকরী ফুটবল উপহার দিয়ে আসরের সেরা ফুটবলারের পুরস্কার ‘গোল্ডেন বল’  জিতেছেন বার্সেলোনার এই তারকা খেলোয়াড়।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর