মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন ইবাদত

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন ইবাদত

এশিয়া কাপ মাঠে গড়াতে খুব বেশি দিন নেই। শুরু হবে ৩০ আগস্ট। বাংলাদেশের খেলা ৩১ আগস্ট, ক্যান্ডিতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। এশিয়া কাপে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। গ্রুপের আরেক দল আফগানিস্তান। আসরকে সামনে রেখে জোর প্রস্তুতি চলছে টাইগার ক্রিকেটারদের। গতকাল অফিশিয়াল অনুশীলন ছিল না। ব্যক্তিগত অনুশীলন করেছেন ক্রিকেটাররা। অনুশীলনের মাঝে বাজে খবর হচ্ছে, ডান হাতি পেসার ইবাদত হোসেনের ইনজুরি। ইনজুরির জন্য এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন পেসার ইবাদত। তার পরিবর্তে স্কোয়াডে সুযোগ পেতে পারেন খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিবের মধ্যে যে কোনো একজন। ইবাদতের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, ‘ইবাদতকে নিয়ে শঙ্কা আছে। কাল (আজ) ফিজিওর রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। তবে ইবাদত না গেলে তানজিম সাকিব অথবা খালেদের মধ্যে একজনকে এশিয়া কাপে নেওয়া হবে।’ ডান হাতি পেসার ইবাদত ইনজুরিতে পড়েন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। সিরিজের দ্বিতীয় ম্যাচে বোলিংয়ের সময় বাম পায়ে ব্যথা পান।

সর্বশেষ খবর