মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশের ম্যাচ সামনে রেখে শাটল সার্ভিস চালু করবে বসুন্ধরা

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংস অ্যারিনায় বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে স্টেডিয়ামটির আন্তর্জাতিক ম্যাচের অভিষেক হতে যাচ্ছে। বসুন্ধরা কিংস অ্যারিনা বসুন্ধরা কিংসের হোম ভেন্যু। এখানে প্রতি ম্যাচেই গ্যালারি ভর্তি দর্শক থাকে। বাংলাদেশের ম্যাচেও যেন গ্যালারিতে দর্শক উপস্থিতিতে কোনো বিঘ্ন না থাকে তা নিশ্চিত করতে শাটল সার্ভিস চালু করছে বসুন্ধরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কারকাজ শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশ জাতীয় দলের খেলাগুলো ঢাকার বাইরে আয়োজিত হচ্ছিল। গ্যালারিতে তেমন দর্শক উপস্থিতি ছিল না। বসুন্ধরা কিংস অ্যারিনা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় আবারও ঢাকায় খেলা ফিরছে। মাঠে দর্শকের ভূমিকা অনেক বলেই জানিয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। তিনি বলেন, ‘যে কোনো খেলায় দর্শকই প্রাণ। বিশেষ করে নিজস্ব মাঠে গ্যালারি পরিপূর্ণ অবস্থায় খেলতে পারলে ফুটবলারদের জন্য বাড়তি উদ্দীপনা দিয়ে থাকে। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই গ্যালারিতে দর্শক পরিপূর্ণ থাকবে বলে আমরা আশাবাদী।’ দুই ম্যাচে দর্শকের জন্য শাটল সার্ভিস ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ইমরুল হাসান। তিনি বলেন, ‘বসুন্ধরা আবাসিক এলাকার তিনটি মূল প্রবেশপথেই আমরা স্টেডিয়াম পর্যন্ত শাটল সার্ভিস চালু রাখব। খেলার দিনগুলোয় দর্শকের আসা-যাওয়ার জন্য এ সার্ভিস চালু থাকবে।’

সর্বশেষ খবর