বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ফের মোহনবাগানেই আটকাল আবাহনী

মোহনবাগান ৩ : ১ আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

এএফসি কাপে আবারও এটিকে মোহনবাগানেই আটকে গেল আবাহনী লিমিটেড। প্রিলিমিনারি রাউন্ডে মালদ্বীপের ক্লাব ঈগলসকে হারিয়ে প্লে-অফে এসেছিল দলটা। তবে এখানেই আটকে গেল তারা। ভারতীয় ক্লাব মোহনবাগানের কাছে ৩-১ গোলে হেরে গ্রুপপর্বের আগেই বিদায় নিল মারিও লেমোসের দল।

গত বছর এপ্রিলে যুবভারতী স্টেডিয়ামে এটিকে মোহনবাগানের কাছে ৩-১ গোলে পরাজিত হয় আবাহনী লিমিটেড। এএফসি কাপের প্লে-অফেই আটকে গিয়েছিল দলটা। ড্যানিয়েল কলিনড্রেস আবাহনীর পক্ষে একটা গোল করেছিলেন। অন্যদিকে মোহনবাগানের পক্ষে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ান ফুটবলার ডেভিড উইলিয়ামস। সেই ডেভিড এবার নেই। তবে গত নভেম্বর-ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলা অস্ট্রেলিয়ান ফুটবলার জেসন কামিংস আছেন। এএফসি কাপে এবারেও প্লে-অফ রাউন্ড থেকে আবাহনীকে বিদায় করল মোহনবাগান। গতকাল যুবভারতী স্টেডিয়ামে ৩-১ গোলে জয় পেয়েছে ভারতীয় ঐতিহ্যবাহী দলটি।

ম্যাচটা দারুণভাবে শুরু করেছিল আবাহনী লিমিটেড। ১৭ মিনিটে কর্নেলিয়াস স্টুয়ার্টের গোলে এগিয়ে যায় আকাশি-নীল জার্সিধারীরা। স্বপ্ন দেখতে শুরু করেছিল সমর্থকরা। এবারে হয়তো পারবে মারিও লেমোসের দল! ৩৭ মিনিটে পেনাল্টি থেকে অস্ট্রেলিয়ার জার্সিতে বিশ্বকাপ খেলা ফুটবলার জেসন কামিংসের পেনাল্টি গোলে সমতায় ফেরে এটিকে মোহনবাগান। প্রথমার্ধ্বটা শেষ হয় ১-১ সমতায়। তবে দ্বিতীয়ার্ধ্বে আর নিজেদের খেলাটা ঠিক পথে রাখতে পারেনি আবাহনী। মোহনবাগানের আক্রমণের চাপে ম্যাচের ৫৮ মিনিটে মিলাদ শেখ সোলাইমানি আত্মঘাতী গোল করেন। এগিয়ে যায় মোহনবাগান। ৬০ মিনিটে ব্যবধান ৩-১ করে ভারতীয় দলটি। আরমান্দো সাদিকু গোল করেন এবার।

এএফসি কাপের গ্রুপ পর্বে বসুন্ধরা কিংস, মালদ্বীপের মাজিয়া এবং ওড়িশার মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। গত মৌসুমে আবাহনীকে হারিয়ে গ্রুপপর্বে আসা মোহনবাগান গ্রুপপর্বের বাধা পেরিয়ে খেলেছিল ইন্টার জোন প্লে-অফ সেমিফাইনালে। সেখানে মালয়েশিয়ার ক্লাব কুয়ালালামপুর সিটির কাছে ৩-১ গোলে হেরে যায় তারা।

সর্বশেষ খবর