বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বিশ্বসেরা রিচার্ডসনের বর্ণবাদ নিয়ে প্রশ্ন

ক্রীড়া প্রতিবেদক

শা’কারি রিচার্ডসন। ২৩ বছরের আমেরিকান অ্যাথলেট। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ¯িপ্রন্ট জিতে তিনিই এখন বিশ্বের দ্রুততম মানবী। সোমবার গভীর রাতে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের ন্যাশনাল অ্যাথলেটিকস সেন্টারে ১০.৬৫ সেকেন্ড টাইমিং করে সেরা হয়েছেন রিচার্ডসন। চ্যাম্পিয়নশিপের রেকর্ডও গড়েছেন। আগের রেকর্ডটি ছিল জ্যামাইকার শেলি অ্যান-ফেজারের (১০.৬৭ সেকেন্ড)। তিনি এবার তৃতীয় হয়েছেন ১০.৭৭ সেকেন্ড টাইমিং করে। জ্যামাইকার শেরিকা জ্যাকসন ১০.৭২ সেকেন্ড টাইমিং করে হয়েছেন দ্বিতীয়। বিশ্বসেরা হয়েই বর্ণবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন শা’কারি রিচার্ডসন। দুই বছর আগে টোকিও অলিম্পিকে খেলার কথা ছিল লুইসিয়ানা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই মেয়ের। সে সময় তার মায়ের মৃত্যু হয়। দুঃখ ভুলতে মারিজুয়ানা (গাঁজা) সেবন করেছিলেন রিচার্ডসন। পরীক্ষায় তা ধরা পড়ায় তাকে দলেই নেওয়া হয়নি। অথচ রাশিয়ান আইস স্কেটার কামিলা ভ্যালিয়েভা অ্যানজিনা ড্রাগ সেবন করেও অলিম্পিকে অংশ নেন।

সর্বশেষ খবর