বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

জামাল আসছেন ২৯ আগস্ট

প্রশ্ন উঠেছে- এমন অনিয়ম করার পরও বাফুফে তাকে জাতীয় দলে খেলার অনুমতি দেবে কি না? ২৯ আগস্ট ঢাকায় আসছেন জামাল।

ক্রীড়া প্রতিবেদক

জামাল আসছেন ২৯ আগস্ট

নতুন মৌসুমে খেলতে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন জামাল ভূঁইয়া। এক ক্লাবে চুক্তি করার পর অন্য কোথাও খেলতে পারবেন না এটাই ফিফার নিয়ম। অথচ দেশের অভিজ্ঞ ফুটবলার ও জাতীয় দলের অধিনায়ক জামাল সেই নিয়ম মানেননি। আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল মায়োতে খেলতে চুক্তি করেন। অনুশীলনেও নেমে পড়েছেন। প্রশ্ন উঠেছে- এমন অনিয়ম করার পরও বাফুফে তাকে জাতীয় দলে খেলার অনুমতি দেবে কি না? ২৯ আগস্ট ঢাকায় আসছেন জামাল। বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার আমের খান বিষয়টি নিশ্চিত করেছেন, ‘জামাল ভূঁইয়া বাংলাদেশ জাতীয় দলে খেলতে ঢাকায় আসছেন এটাই বলতে পারি। এখন অনুশীলন বা দলে সুযোগ পাবেন কি না তা নির্ভর করছে ওপরের সিদ্ধান্তের ওপর।’

বসুন্ধরা কিংস অ্যারিনায় এখন ১২ জন ফুটবলার নিয়ে অনুশীলন চলছে। অথচ হাভিয়ের কাবরেরা ৩২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেন। আমের বলেন, ‘২৫ আগস্ট বসুন্ধরা কিংস ও ২৭ আগস্ট ডাক পাওয়া আবাহনীর ফুটবলাররা ক্যাম্পে যোগ দেবেন। এর কয়েকদিন পর চূড়ান্ত দল ঘোষণা হবে।

সর্বশেষ খবর