শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

৪৫-এর খোঁজে মেসি

আরেক ফাইনাল

ক্রীড়া ডেস্ক

৪৫-এর খোঁজে মেসি

আর্জেন্টিনা (৫), বার্সেলোনা (৩৫), পিএসজি (৩) ও ইন্টার মায়ামির (১) জার্সিতে মোট ৪৪টি ট্রফি জয় করেছেন তিনি। ৪৩টি ট্রফি জিতে ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজ আছেন ২ নম্বরে। এবার মেসি নিজেকেই ছাড়িয়ে যাওয়ার পথে ছুটছেন।

 

কিছুদিন আগে ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জেতা ফুটবলার হয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আর্জেন্টিনা (৫), বার্সেলোনা (৩৫), পিএসজি (৩) ও ইন্টার মায়ামির (১) জার্সিতে মোট ৪৪টি ট্রফি জয় করেছেন তিনি। ৪৩টি ট্রফি জিতে ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজ আছেন ২ নম্বরে। এবার মেসি নিজেকেই ছাড়িয়ে যাওয়ার পথে ছুটছেন। উত্তর আমেরিকার টুর্নামেন্ট লিগস কাপ জয় করে আমেরিকায় দারুণ সূচনা করেছেন মেসি। এবার শত বছরের বেশি পুরনো টুর্নামেন্ট ইউএস ওপেন কাপও জয় করতে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা।

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন লিওনেল মেসি দুই মাসের কিছু বেশি সময় আগে। এরই মধ্যে দ্বিতীয় ট্রফি হাতে নেওয়ার কাছাকাছি পৌঁছে গেছেন আর্জেন্টাইন তারকা। কিছুদিন আগে লিগস কাপের ফাইনালে ন্যাশভিলকে হারিয়ে শিরোপা হাতে নিয়েছেন মেসি। এবার শত বছরের বেশি পুরনো ইউএস ওপেন কাপের ফাইনালে নিয়ে এসেছেন দলকে। সেমিফাইনালে এফসি সিনসিনাত্তিকে টাইব্রেকারে হারিয়েছে ইন্টার মায়ামি। ফাইনালে তারা মুখোমুখি হবে হিউস্টন ডায়নামো এফসির। কাল ফ্লোরিডার লকহার্ট স্টেডিয়ামে হবে ফাইনাল। ক্যারিয়ারের ৪৫ নম্বর শিরোপা জয় করতে পারেন মেসি। ইন্টার মায়ামি এর আগে একবারই ইউএস ওপেন কাপে খেলেছে। গতবার তারা প্রথমবার এ টুর্নামেন্টে অংশ নিয়ে অরল্যান্ডো সিটির কাছে টাইব্রেকারে হেরে যায়। মেসি এসে দলটিকে তুলে আনলেন ফাইনালে। শিরোপাও জিতিয়ে দেবেন কি?

লিওনেল মেসি আমেরিকায় পা দিতেই ফুটবলের অনেক কিছু বদলে গেছে এখানে। যুক্তরাষ্ট্রের মানুষ এতদিন বাস্কেটবল, বেসবল, আমেরিকান ফুটবল নিয়েই মেতে ছিল। মেসি আসতেই সব আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি। ইন্টার মায়ামির ম্যাচ দেখতে সাধারণ দর্শক তো বটেই, বড় বড় তারকাও হুমড়ি খেয়ে পড়ছেন। বাস্কেটবল আর বেসবলের তারকারাও এখন ফুটবলের ভক্তে পরিণত হয়েছেন। তাদের নিয়মিতই গ্যালারিতে দেখা যায়। মেসির ক্লাবসতীর্থ ও প্রতিপক্ষ দলের ফুটবলাররাও তাঁর ভক্তে পরিণত হয়েছেন। শার্লট এফসির ফুটবলার ওয়েস্টউড তো সরাসরি বলেই দিলেন, ‘আমি অনেক বড় বড় তারকার বিপক্ষে খেলেছি। কিন্তু মেসি অন্য মাপের ফুটবলার।’ এভাবেই সবাইকে চমকে দিয়ে যাচ্ছেন মেসি। দিনে দিনে আরও ভয়ংকর হয়ে উঠছেন আর্জেন্টাইন তারকা।

ফাইনালে মেসির খেলা নিয়ে অবশ্য কিছুটা সংশয় রয়েছে। যুক্তরাষ্ট্রে পা দিয়েই নিয়মিত খেলে চলেছেন মেসি। কোনো বিশ্রাম নেই। এ ম্যাচেই কি মেসি বিশ্রামে থাকবেন?

সর্বশেষ খবর