রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সব ম্যাচই জয়ের টার্গেট সাকিবের

দ্বৈরথ শব্দটা আমার খুব বেশি একটা ভালো লাগে না। দুই দলের বিপক্ষে শেষ কিছু ম্যাচ অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। ওরা যখন খেলে সর্বোচ্চটাই চেষ্টা করে জয়ের জন্য। আমরাও জয়ের জন্য সর্বোচ্চটা চেষ্টা করি।

ক্রীড়া প্রতিবেদক

সব ম্যাচই জয়ের টার্গেট সাকিবের

এশিয়া কাপ জয় নয়, লিগ পর্বে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে জিতে সুপার ফোর খেলাই টার্গেট। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে গতকাল এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহে। এশিয়া কাপে সাকিব বাহিনী দুটি ম্যাচ খেলবে দুই দেশে। ৩০ আগস্ট ক্যান্ডিতে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে এবং ৩ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ লাহোরে, প্রতিপক্ষ আফগানিস্তান। এশিয়া কাপের গত আসরের গ্রুপ পর্বে টাইগাররা দুই দেশের বিপক্ষে হেরেছিল। দুই দলকে টপকে এবার খেলতে হবে সুপার ফোর। কাজটি চ্যালেঞ্জিং। তারপরও টাইগার অধিনায়ক সাকিব আশাবাদী। তবে ‘ম্যাচ বাই ম্যাচ’ এগোনোর কথা বলেছেন, ‘প্রথম বিষয় হচ্ছে আমাদের প্রথম দুটো ম্যাচ গুরুত্ব সহকারে খেলে কোয়ালিফাই করতে চাই। আমরা একটার পর একটা ম্যাচ ধরে এগোতে চাই। এমন না যে আমরা একবারেই কোথায় যাব, এমনটা চিন্তা করছি। প্রতিটা ম্যাচ ধরেই আমরা চিন্তা করব এবং ওভাবেই প্রস্তুতিটা সারব। ওভাবেই ভালো রেজাল্ট করার চেষ্টা করব। যদি সুযোগ থাকে সব ম্যাচেই জয়ের চেষ্টা করব।’ সাকিব ২০১৭ সালের পর ওয়ানডে দলকে পুনরায় নেতৃত্ব দেবেন। তার নেতৃত্বে ২০১১ সালের পর বিশ্বকাপ ক্রিকেটও খেলবে বাংলাদেশ। সাকিব এ মুহূর্তে টেস্ট, ওয়ানডে ও টি-২০- তিন ফরম্যাটেরই অধিনায়ক। টাইগার অধিনায়কের নেতৃত্বে ক্রিকেটপ্রেমীরা স্বপ্ন দেখছেন বড় কিছুর। সাকিব তেমন ভাবছেন না। তার ভাবনায় বিশ্বকাপ নয়, শুধু এশিয়া কাপ, ‘এখন সবকিছুতেই এশিয়া কাপের ভাবনা। ছোট করে বলতে গেলে, আফগানিস্তান ও শ্রীলঙ্কা নিয়ে ভাবছি। বিশ্বকাপেরটা পরে ভাবা যাবে।’    

প্রথমে কানাডার গ্লোবাল টি-২০ লিগ, এরপর লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলে দেশে ফিরেছেন সাকিব। ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কার উইকেটগুলোর আচরণ কেমন হবে, পরিষ্কার ধারণা নিয়ে এসেছেন টাইগার অধিনায়ক। শুধু সাকিব নন, ড্যাসিং ওপেনার লিটন দাস ও পেসার শরিফুল ইসলামও খেলেছেন এলপিএল। শ্রীলঙ্কার উইকেটের আচরণ কেমন হবে- টাইগার অধিনায়ক নিজের অভিজ্ঞতা শেয়ার করে উজ্জীবিত করেছেন ক্রিকেটারদের। শ্রীলঙ্কার উইকেটে ব্যাটসম্যানদের সুবিধা পাওয়ার কথা বলেন, ‘শ্রীলঙ্কার বিরুদ্ধে আমাদের প্রথম খেলা। ওখানকার আগের রেকর্ড বলছে, উইকেট সব সময়ই ব্যাটিং সহায়ক। ব্যাটসম্যানরা রান করার সুবিধা পান। যা বোলারদের জন্য খুবই চ্যালেঞ্জিং। অবশ্য ব্যাটসম্যানদের দ্রুত রান করাও বড় চ্যালেঞ্জিং। তাই আমাদের সব দিকেই প্রস্তুতি থাকতে হবে। এলপিএলের পরিস্থিতি ভিন্ন ছিল। আমি মনে করি এশিয়া কাপ আরেক ঘরানার উইকেটে হবে। দুটোর তুলনা করা কঠিন। যে কন্ডিশন আমি জানি এবং যা দেখে আসলাম, তাতে খুব বেশি একটা পার্থক্য হওয়ার কথা নয়। যেহেতু তিন-চার দিন আগে যাচ্ছি, আশা করছি এটা নিয়ে খুব বেশি একটা ঝামেলা হবে না।’

দু-দুটি টি-২০ টুর্নামেন্টে ব্যস্ত ছিলেন সাকিব। তাই জাতীয় দলের অনুশীলনে অংশ নেননি। অবশ্য ম্যাচ খেলায় ছিলেন। তারপরও হেড কোচ ও সতীর্থদের সঙ্গে আলাপ আলোচনা করে অনুশীলন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অধিনায়ক, ‘কোচ বলেছেন, প্রস্তুতি ভালো হয়েছে। আমিও কথা বলেছি এবং জেনেছি যে, সবাই খুব ভালো অবস্থানে আছে। এটা খুবই দুঃখের যে, ইবাদত আমাদের টিমে সঙ্গে থাকছে না। কারণ সে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল। তারপরও আমার কাছে মনে হচ্ছে, আমাদের যে ধরনের স্কোয়াড, তাতে অনেক দূর যেতে পারব।’

আফগানিস্তানের বিপক্ষে গেল মাসে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে হেরেছে বাংলাদেশ। যদিও পরিসংখ্যানের বিচারে এগিয়ে টাইগাররা। তবে এশিয়া কাপে আবার এগিয়ে আফগানরা। দুই দল এশিয়া কাপে ম্যাচ খেলেছে ৪টি। সাকিবদের জয় সাকল্যে একটি। শ্রীলঙ্কার বিপক্ষেও অবস্থান একই। দুই দলের মোট লড়াইয়ে এগিয়ে দ্বীপরাষ্ট্র। একইভাবে এগিয়ে এশিয়া কাপেও। বাংলাদেশের ৩ জয়ের বিপরীতে দ্বীপরাষ্ট্রের জয় ১২টি। দুটি দলের বিপক্ষে ইদানীং টাইগারদের লড়াই খুবই উপভোগ্য হয়। তবে লড়াইগুলোকে কোচের মতো দ্বৈরথ হিসেবে দেখছেন না সাকিব, ‘দ্বৈরথ শব্দটা আমার খুব বেশি একটা ভালো লাগে না। দুই দলের বিপক্ষে শেষ কিছু ম্যাচ অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। ওরা যখন খেলে সর্বোচ্চটাই চেষ্টা করে জয়ের জন্য। আমরাও জয়ের জন্য সর্বোচ্চটা চেষ্টা করি। এটা আসলে সমর্থকদের জন্য ভালো, ক্রিকেটের জন্য ভালো। আমরাও চাই এমন কিছু হোক। দিন শেষে আমাদের চাওয়া থাকবে আমরাই যেন জিততে পারি। এখন সবাই সবাইকে চেনে। অবশ্য ওরকম প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি খেলোয়াড়দের মধ্যে নেই।’ নিজের ব্যাটিং অর্ডার নিয়ে বলেন, ‘২০১৯ সালে আমি কত রান করেছি, সেটা আসলে এ মুহূর্তে গুরুত্বপূর্ণ নয়। এতে কিছুই বহন করে না। তবে যে কোনো জায়গায় আমি দলের জন্য কিছু করতে পারলে আমি সেটা উপভোগ করি।

 

 

সর্বশেষ খবর