রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
বৈরিতা কি দূর হচ্ছে?

পাকিস্তান যাচ্ছেন বিসিসিআই সভাপতি রজার বিনি

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান যাচ্ছেন বিসিসিআই সভাপতি রজার বিনি

এশিয়া কাপ হওয়ার কথা ছিল শুধু পাকিস্তানেই। কিন্তু ভারতীয় দল পাকিস্তানে খেলতে যেতে রাজি নয়। তাই ভারতের আপত্তির কারণেই শ্রীলঙ্কায় ফাইনালসহ বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। তবে পাকিস্তানে দলকে না পাঠালেও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি ও সহসভাপতি রাজীব শুক্লা যাচ্ছেন পাকিস্তানে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে তারা দুই দিন থাকবেন সেখানে। ২০০৮ সালের পর প্রথম ভারতীয় ক্রিকেট দলের কোনো প্রতিনিধি পাকিস্তান যাচ্ছেন। ৩ কিংবা ৫ সেপ্টেম্বর গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের একটি ম্যাচও দেখতে পারেন বিনি ও শুক্লা।

আগামী ৩০ আগস্ট এশিয়া কাপের উদ্বোধন হবে মুলতানে। সেখানে ভারতীয় দলের কোনো প্রতিনিধি থাকছেন না। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডের সবাইকে আমন্ত্রণ জানিয়েছিল। তবে এবার পাকিস্তানকে বিমুখ করেছে ভারত। অনেকেই মনে করছেন, চিরবৈরী দুই দেশের মধ্যে এটি খুবই ইতিবাচক উদ্যোগ।

 

 

 

সর্বশেষ খবর